West Bengal Weather Update : আজ থেকে ঝড়- বৃষ্টি শুরু, শনিবার থেকে বাড়বে দুর্যোগ, কোথায় কোথায় শিলাবৃষ্টি ?
West Bengal Weather Update : শুধু দক্ষিণবঙ্গ নয়, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে শিলাবৃষ্টি আর হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : গত সপ্তাহ দুয়েক রোদে পুড়ছে বঙ্গ। তবে স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আজ থেকে ঝড়- বৃষ্টি শুরু রাজ্যে। সপ্তাহভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের । বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। পূবালী ও পশ্চিমী বাতাসের সংঘাতে এই আবহাওয়ার বদল রাজ্যে। কলকাতাতেও চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে শিলাবৃষ্টি
শুধু দক্ষিণবঙ্গ নয়, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে শিলাবৃষ্টি আর হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার ও বুধবার এই দু-দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে এই পরিস্থিতির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া
মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ হতে পারে কিছু জেলায়। বুধবার থেকে শুক্রবার এর মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে।
শনিবার থেকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি
শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি আরো বাড়তে পারে। পূবালী হাওয়া ও পশ্চিমী হাওয়ার সংঘাতে রাজ্যে আবহাওয়ার এই বদল। ঝাড়খন্ডে নিম্নচাপ অক্ষরেখা, সঙ্গে সক্রিয় ঘুর্ণাবর্ত। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত এক সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বাংলায়। ঝড়-বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ কালবৈশাখীর রূপ নিতে পারে বলে অনুমান আবহবিদদের।
কলকাতায় আজ থেকে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আরও পড়ুন : বজ্রগর্ভ মেঘে ঢাকছে বাঁকুড়ার আকাশ, আজ কেমন থাকবে আবহাওয়া?