Weather Update: অতি ভারী বর্ষণের আশঙ্কা এবার দক্ষিণবঙ্গে, ভোর থেকেই দুর্যোগ ? হলুদ সতর্কতা এই জেলাগুলিতে..
West Bengal Weather Update : আগামীকাল কেমন আবহাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গে ? জানাল হাওয়া অফিস..
কলকাতা: দেরি করে হলেও দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। গত কয়েকদিনে বিক্ষিপ্তভাবে কমবেশি একাধিক জেলা বৃষ্টি পেয়েছে। বাদ যায়নি আজও। তবে রথযাত্রার আগে ভ্যাপসা গরম এখনও বহাল। বাতাসে জলীয়বাস্প বেড়ে আর্দ্রতায় পড়েনি যবনিকা। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? বিস্তারিত জানাল হাওয়া অফিস (Weather Office)।
Southwest Monsoon Advancement in entire West Bengal and heavy rainfall activity over West Bengal pic.twitter.com/2lhxMPdEr9
— IMD Kolkata (@ImdKolkata) June 28, 2024
আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
তাপপ্রবাহ শেষে বাংলায় এখন বর্ষা। কিন্তু গুমোটভাব এখনও কমেনি। হাওয়া অফিস জানিয়েছে, আজ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আগামীকাল, ভারী থেকে অতিভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, দুই ২৪ পরগনায়।
জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে কেমন থাকবে আবহাওয়া ?
৩০ জুন রবিবারও থাকছে হলুদ সতর্কতা। ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই ২৪ পরগনায়। জুলাইয়ের প্রথম দিন উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু , ঝাড়খণ্ড, বিহার, পশ্চিম বাংলার অবশিষ্ট অংশে অগ্রসর হয়েছে।
— IMD Kolkata (@ImdKolkata) June 28, 2024
বর্ষার উত্তর সীমা 26°N/65°E, জয়সালমের, চুরু, ভিওয়ানি, দিল্লি, আলিগড়, কানপুর, গাজিপুর, গোন্ডা, খেরি, মোরাদাবাদ, দেরাদুন, উনা, পাঠানকোট, জম্মু, 33°N/74°Eদিয়ে যাচ্ছে । pic.twitter.com/JlqB6vCewl
কোন পথে দক্ষিণ-পশ্চিম বায়ু ?
IMD কলকাতা ট্যুইট করে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বায়ু ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবাংলার অবশিষ্ট অংশে অগ্রসর হয়েছে। বর্ষার উত্তর সীমা ২৬ ডিগ্রি উত্তর/৬৫ ডিগ্রি পূর্ব , জয়সালমের, চুরু, ভিওয়ানি, দিল্লি, আলিগড়, কানপুর, গাজিপুর, গোন্ডা, খেরি, মোরারাবাদ, দেরাদুন, উনা, পাঠানকোট, জম্মু, ৩৩ ডিগ্রি উত্তর/৭৪ ডিগ্রি পূর্ব দিয়ে যাচ্ছে।
আরও পড়ুন, কলকাতামুখী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক, ৬৪ নং সিটে রাখা ব্যাগে কী আছে ? ..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।