![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Weather Today : প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, বেসামাল পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা
Weather Alert : প্রায় ৭৫ শতাংশের উপর বৃষ্টি ঘাটতি রয়েছে বঙ্গে। জুনের সেই ঘাটতি কি মেটাতে পারবে জুলাইয়ের বর্ষা ?
![Weather Today : প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, বেসামাল পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা West Bengal Weather Updates 5 July Heavy Rain Alert In West Bengal Districts Kolkata Weather Today Weather Today : প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, বেসামাল পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/d17fab390f4c0baea5ae003ed7d8d205172015020507153_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আগামী সপ্তাহ থেকে আবার ভারী বৃষ্টির আভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও প্রায় ৭৫ শতাংশের উপর বৃষ্টি ঘাটতি রয়েছে বঙ্গে। জুনের সেই ঘাটতি কি মেটাতে পারবে জুলাইয়ের বর্ষা ?
উত্তরবঙ্গে হড়পা বানের সতর্কতা
দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গে চলবে দুর্যোগ। শুক্রবার থেকে আগামী চার দিন পাহাড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
শুক্র ও শনি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের পাঁচ জেলায়। জারি করা হয়েছে কমলা তিস্তা তোর্ষার মতো নদীগুলিতে জলস্তর বাড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে নামতে পারে ধস। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। কিছু কিছু জায়গায় হড়পা বান হতে পারে বলেও সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণ বঙ্গে বিশেষ কোনও সতর্কতা নেই। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ আর বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত । উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হবে। আর মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমার কথা উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
মালদায় ননদীর ভাঙন
গত তিনদিন ধরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে মালদার রতুয়ার গঙ্গা নদীতে। রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকায় ইতিমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি এবং ৫০ বিঘা ফসলি জমি। আতঙ্কে বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ফুঁসছে গঙ্গা। জল স্তর বেড়ে যাওয়ায় মরসুমের শুরুতেই ভাঙ্গনে বিপর্যস্ত রতুয়া এলাকার মানুষ।
আরও পড়ুন, 'বড় প্রগতিশীল নেত্রী মনে করেন', চোপড়ার ঘটনায় মমতার সমালোচনা মোদির?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)