West Bengal News LIVE Updates: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট নিয়ে তদন্ত শুরু করল ED
West Bengal NEWS LIVE Updates 4 July: এক নজরে রাজ্যের সব খবরের আপডেট
LIVE
Background
আজও ধর্নায় দুই নবনির্বাচিত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। 'উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ কবে, সব জানা যাবে কাল। কেউ যদি ভাবেন আমরা অসহায়, তাহলে ভুল ভাবছেন। বিধানসভা রাজ্যপালের উপর নির্ভর করে না', জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কাল বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ।
WB News LIVE Updates: আগামী বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, চলছে জমজমাট প্রচার
আগামী বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নুসরত জাহান, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে সকাল সকাল প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। হুডখোলা গাড়িতে চড়ে বেঙ্গল কেমিক্যাল, কাঁকুরগাছি, ফুলবাগান এলাকায় চলে প্রচার।
West Bengal News LIVE Updates: বর্ষার সময়ে কলকাতায় কলেরা, বাগুইআটিতে বাড়ছে আতঙ্ক
বর্ষার সময়ে কলকাতায় কলেরা। বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত বছর পঁয়ত্রিশের যুবক। বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বমি ও পেটের সমস্যা নিয়ে রবিবার বেলেঘাটা ID হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর। একই উপসর্গ রয়েছে রোগীর মায়েরও। এলাকায় আর কেউ কলেরা আক্রান্ত নিয়ে খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর। পানীয় জল ও স্নানের জলে কলেরার জীবাণু রয়েছে কি না জানতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রতিনিধিদল এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে। স্থানীয়দের দাবি, দিনদশেক আগে আক্রান্ত যুবকের আবাসনের আরও এক বাসিন্দারও একই উপসর্গ দেখা দেয়।
WB News LIVE Updates: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট নিয়ে তদন্ত শুরু করল ED
এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট নিয়ে তদন্ত শুরু করল ED. এর আগে CBI প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিক কৌশিক মাজি ও পার্থ সেনকে গ্রেফতার করে। গতকাল প্রেসিডেন্সি জেলে ২ জনকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ED-র আধিকারিকরা। সূত্রের খবর, মূলত টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হয়। কে এই সংস্থাকে বরাত দিয়েছিল, কত টাকার লেনদেন হয়েছিল, কাগজে-কলমে যা দেখানো হয়েছিল সেই টাকাই মিলেছিল, নাকি তার বাইরেও কোনও লেনদেন হয়েছে, তা নগদে কি না, এসবই জানতে চান ED-র আধিকারিকরা।
West Bengal News LIVE Updates: অপারেশনে ব্যবহৃত সরঞ্জাম থেকেই ছড়িয়েছে চোখ সংক্রমণ, উল্লেখ তদন্ত রিপোর্টে
গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে অপারেশনে ব্যবহৃত সরঞ্জাম থেকেই ছড়িয়েছে চোখ সংক্রমণ। সূত্রের দাবি, স্বাস্থ্য ভবনে জমা পড়া প্রাথমিক তদন্ত রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। ছানি অপারেশনের পর চোখ নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন রোগীরা। এরপরই তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ভবন।
Dengue Situation in West Bengal: ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত রাজ্যে, বর্ষার মধ্যে বিপদের আশঙ্কা
ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে।