Weather Updates: ক্রমশ বাড়ছে গতি, ২ দিন ধরে চলবে দুর্যোগ, সন্ধ্যে থেকেই ভাসবে কলকাতা-সহ এই জেলাগুলি
Weather Alert: উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে।

কলকাতা: বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নজর দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টি হবে উত্তরেও। আজও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। ৩০ শে মে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সর্তকতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জল স্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল; নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা সপ্তাহান্তে।
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের নিকটে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ pic.twitter.com/9ZxMPKwiBP
— IMD Kolkata (@ImdKolkata) May 29, 2025
ইতিমধ্যেই নিম্নচাপের জেরে রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে টানা ভারী বৃষ্টি। উপকূল এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করেছে। আজ সন্ধ্যের পর থেকে জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলায় সর্বোচ্চ ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে নয় জেলাতে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে অতিভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ আজ আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। এটি খুব স্লো মুভ করবে। এই সিস্টেমটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে।






















