Weather Today: পুজোর আগে ফের ঘূর্ণাবর্ত, বিশ্বকর্মা পুজোয় বিকেলে তুমুল বৃষ্টি? বড় আপডেট আবহাওয়ার
Weather Updates: কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় যেকোনো সময় হালকা থেকে মাঝারি একাধিক স্পেলে বৃষ্টি হতে পারে।

কলকাতা: বিশ্বকর্মা পুজোতেও একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে রাজ্যের সর্বত্র জলীয়বাষ্প প্রবেশ করছে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন পশ্চিমাঞ্চলের প্রায় সমস্ত জেলায় দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টি চলাকালীন ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
রাজ্যের উপকূলের ২ জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দিনের যেকোনো সময় মাঝারি দুই তিন পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলাকালীন ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবারেও চরম দুর্যোগের ঘনঘটা বাংলা জুড়ে। আজ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
পাশাপাশি সব জেলাতেই আজ দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর বৃষ্টির জেরে ভোগান্তি পোহাতে হবে। চলতি সপ্তাহে বৃষ্টির থেকে মিলবে না রেহাই। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বিহারের উপরে যে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত ছিল বর্তমানে তা পূর্ব ঝাড়খণ্ডের উপরে রয়েছে। অন্য দিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় যেকোনো সময় হালকা থেকে মাঝারি একাধিক স্পেলে বৃষ্টি হতে পারে। খুব বেশি বা ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও নেই। বৃষ্টি চলাকালীন উপকূলের জেলার লাগোয়া এলাকায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আজ প্রধানত মেঘলা আকাশ। ফলে দিনের তাপমাত্রা প্রায় দেড় থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমবে। রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। কাল থেকে বৃষ্টির পরিমান অনেকটা কমবে কলকাতায়। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান এবং ব্যাপকতা কমবে। শুক্রবার আরো কমবে বৃষ্টির পরিমান। শনিবার অসহ্য চূড়ান্ত ঘর্মাক্ত পরিস্থিতি। রবিবার মহালয়ার দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বৃষ্টি। হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি। এরমধ্যে পার্বত্য সহ ওপরের ৫ জেলায় দুই থেকে তিন পশলা ভারী বৃষ্টি। বাকি সময় হালকা মাঝারি বৃষ্টি। কোনো কোনো জেলায় টানা হালকা মাঝারি বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের সতর্কতা।























