![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal BJP: বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বঙ্গ বিজেপির নেতারা
West Bengal Woman Safety: মণিপুরে হিংসার ঘটনায় একদিকে যখন সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল, তখন দিল্লিতে প্রধানমন্ত্রীর দরবারে উঠতে চলেছে বাংলার নারী নিরাপত্তাহীনতার প্রসঙ্গ
![West Bengal BJP: বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বঙ্গ বিজেপির নেতারা West Bengal women's safety BJP leaders will sit in a meeting with the Prime Minister Narendra Modi West Bengal BJP: বাংলায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বঙ্গ বিজেপির নেতারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/696529e7a0b49ef943743fa7bcec98061690774611356223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শিবাশিস মৌলিক এবং অর্ণব মজুমদার, কলকাতা: বাংলায় (West Bengal) নারী নিরাপত্তাহীনতার প্রসঙ্গ এবার প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে তুলে ধরতে চলেছেন এ রাজ্যের বিজেপি (BJP) সাংসদরা। সোমবার দিল্লিতে (Delhi) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তাঁরা। অন্যদিকে, বঙ্গ বিধানসভায় এরাজ্যের নারী নিরাপত্তাহীনতা নিয়ে আলোচনা হলে তবেই মণিপুর (Manipur) প্রসঙ্গে আলোচনায় রাজি বলে জানানো হল বিজেপির তরফে।
মণিপুরে হিংসার ঘটনায় একদিকে যখন সেখানে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল, তখন দিল্লিতে প্রধানমন্ত্রীর দরবারে উঠতে চলেছে বাংলার নারী নিরাপত্তাহীনতার প্রসঙ্গ। সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সার্বিক চিত্র তুলে ধরতে চলেছেন বাংলার বিজেপি সাংসদরা। সোমবার নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন বাংলার বিজেপি সাংসদরা। বৈঠকে থাকবেন ওড়িশা, ঝাড়খণ্ডের এনডিএ সাংসদরাও।
সম্প্রতি, মালদায় ২ মহিলাকে নির্যাতনের ঘটনায়, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বঙ্গ বিজেপি। কিছুদিন আগেই, ভোট সন্ত্রাসে বিজেপির মহিলা কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে, রাজ্যে এসেছে বিজেপি মহিলা সাংসদদের কেন্দ্রীয় প্রতিনিধি দল।
আরও পড়ুন, রাজভবনের নতুন কর্মসূচি 'আমনে সামনে', পড়ুয়ারা সরাসরি কথা বলতে পারবেন রাজ্যপালের সঙ্গে
এবার বাংলায় নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে জানাতে চলেছেন বাংলার বিজেপি সাংসদরা। এদিকে, সোমবার রাজ্য বিধানসভায় শর্ত সাপেক্ষে মণিপুর নিয়ে আলোচনায় অংশ নেবে বিজেপি। বাংলার নারীদের প্রসঙ্গেও আলোচনা হলে তবেই মণিপুর নিয়ে আলোচনায় রাজি বিধানসভার বিরোধী দল। বিধানসভায় জমা দেওয়া হচ্ছে বিজেপির বক্তাদের তালিকা। বক্তব্য পেশ করবেন বিরোধী দলনেতা ও বিজেপির মহিলা বিধায়করা।
এদিকে, বিধানসভায় আজ মণিপুর-উত্তাপ, নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনার আগেই 'শর্ত' দিল বিজেপি। বাংলা নিয়ে আলোচনা হলে অংশগ্রহণ, জানানো হল বিজেপির তরফে। বিধানসভায় জমা দেওয়া হয়েছে বিজেপির বক্তাদের তালিকা। বক্তব্য পেশ করবেন বিরোধী দলনেতা ও বিজেপির মহিলা বিধায়করা। গত সপ্তাহে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগে বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি। এই পরিস্থিতিতে আজ বিধানসভার পরিস্থিতির দিকে নজর রাজনৈতিক মহলের। আজ বিধানসভায় থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে দেশে নিখোঁজ হয়েছেন ১৩ লক্ষ মহিলা। সংবাদসংস্থা পিটিআইএর দাবি, মহিলা নিখোঁজের নিরিখে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গের নাম সংসদের চলতি অধিবেশনে এনসিআরবি-র এই তথ্য পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)