Anubrata Mandal: অনুব্রতর জন্য ৪ পাতার প্রশ্ন, আসানসোল জেলে গিয়ে জেরা দিল্লির ইডি অফিসারদের
ED on Anubrata: গরুপাচার মামলায় এই প্রথমবার অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে গিয়ে জেরা দিল্লির ইডি অফিসারদের। ইডি সূত্রে খবর, গতকাল রাতেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছন তিন তদন্তকারী অফিসার।
পশ্চিম বর্ধমান: গরুপাচার মামলায় (Cattle Scam) এই প্রথমবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) আসানসোল জেলে গিয়ে জেরা দিল্লির ইডি অফিসারদের। ইডি সূত্রে খবর, গতকাল রাতেই দিল্লি (Delhi) থেকে কলকাতায় পৌঁছন তিন তদন্তকারী অফিসার।
ইডি সূত্রে খবর, অনুব্রতর জন্য ৪ পাতার প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ কোটি কোটি টাকা জমা পড়া এবং টাকার উত্স সম্পর্কে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কাছে জানতে চাওয়া হবে। ইডি সূত্রে দাবি, টাকা ও সম্পত্তি সংক্রান্ত বিষয় অনুব্রত জানেন বলে জিজ্ঞাসাবাদে জানান তাঁর মেয়ে। সেই কারণেই তৃণমূল নেতাকে জেরা। ইডি সূত্রে খবর, অনুব্রত অসহযোগিতা করলে, আদালতে সেই তথ্য জানিয়ে নিজেদের হেফাজতে চেয়ে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানাবে তারা।
গরুপাচার মামলায় প্রথমবার অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে জেরা ইডির। অনুব্রতর জন্য ৪ পাতার প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে, খবর সূত্রের। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন ও উৎস সম্পর্কে জানতে চাওয়া হবে, ইডি সূত্রে খবর। টাকা ও সম্পত্তি সংক্রান্ত বিষয় অনুব্রত জানেন বলে জিজ্ঞাসাবাদে জানান তাঁর মেয়ে। সূত্র সেই সেই কারণেই তৃণমূল নেতাকে জেরা, খবর ইডি সূত্রে
‘অনুব্রত অসহযোগিতা করলে, আদালতে সেই তথ্য জানানো হবে’, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানাবে ইডি, খবর সূত্রের।
আরও পড়ুন, 'চোরেদের দল চালাচ্ছেন, দম থাকলে গ্রেফতার করে দেখান', চ্যালেঞ্জ দিলীপের
অনুব্রত মণ্ডল , তাঁর স্ত্রী ছবি মণ্ডল, মেয়ে সুকন্যা, মেয়ের দুটি সংস্থা, ওই সংস্থার অন্যতম ডিরেক্টর, অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের ৮টি অ্যাকাউন্টে এই চারবছরে মোট নগদ ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছিল ! এই খবর এখনও পর্যন্ত জানতে পেরেছে সিবিআই। কোটি কোটি টাকা নগদ কেন নেওয়া হয়েছিল, কারা জমা দিয়েছিল, নগদ জমা নেওয়ার ক্ষেত্রে যে নিয়ম থাকে, তা মেনে চলা হয়েছিল কি না, জানতে ৩টি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছে সিবিআই। খবর সূত্রের। সম্প্রতি লটারিকাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে CBI’এর তদন্তে! CBI সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের লটারি জেতার টাকার হদিশ মিলেছে। এবার ৫০ লক্ষ টাকা! অর্থাৎ, এই নিয়ে বাবা ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে, ৫ বার লটারি জেতার হদিশ পেল CBI।