Burdwan News: হাসপাতালের বেডে পাত্রী, 'ভালবাসাকে মর্যাদা' দিতে শাস্ত্রমতে ওয়ার্ডেই বিয়ে সারলেন পাত্র
Marriage in Hospital: আড়াই বছরের ভালবাসার পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। এক নজিরবিহীন ভালবাসারও সাক্ষী হল রাজ্য।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কথা ছিল একসঙ্গে লড়াই করার। সব জেনেও সারাজীবনের সঙ্গী থাকার প্রতিশ্রুতি ছিল আগেই। সেই ভালবাসাকেই পূর্ণতা দেওয়ার বার্তা এ যেন আক্ষরিক অর্থেই অগ্নিসাক্ষী। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের ওয়ার্ডে যখন চার হাত এক হল, এক নজিরবিহীন ভালবাসারও সাক্ষী হল রাজ্য।
আড়াই বছরের ভালবাসার পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। দিল্লির বাসিন্দা অমিত মুখোপাধ্যায় কর্মসূত্রে দুর্গাপুরে আসেন প্রায় আড়াই বছর আগে, তখনই তার এক বন্ধুর বান্ধবী সুচরিতা পাত্রর সঙ্গে দুর্গাপুরে সিটি সেন্টারে আলাপ হয়। ধীরে ধীরে পরিচয় বাড়ে দু'জনের। এরপরই ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হন দুজনে।
প্রায় আড়াই বছরের এই ভালোবাসার সম্পর্কে পর ২ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার দিন ঠিক হয়। হঠাৎই বিয়ের একদিন আগে ছেলের পরিবারকে জানানো হয় মেয়ে হেপাটাইটিসে আক্রান্ত। গুরুতর অসুস্থ অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাত্র পক্ষের বাড়িতে তখন 'বিনা মেঘে বজ্রপাতের' মতো পরিস্থিতি। এবার কী হবে?
কিন্তু ভালবাসাতেই তো সব অসাধ্যসাধনও করা যায়। তা যেন আরও একবার প্রতিষ্ঠা পেল। সম্পর্ক এতটাই গভীর যে এই ব্যাধি তাঁদের বিয়ের কাঁটা হতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে ২ মার্চ অর্থাৎ শনিবারই সন্ধ্যায় হিন্দু শাস্ত্রমতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালে ওয়ার্ডে সুচরিতাকে বিয়ে করলেন অমিত।
আরও পড়ুন, মোদির 'ভোকাল টনিক', কোন স্ট্র্যাটেজিতে বঙ্গ-জয়ের ভাবনা, Exclusive সাক্ষাৎকারে জানালেন সুকান্ত
ভালবাসার এমন মধুর পূর্ণতায় খুশি পাত্র-পাত্রীর পরিবারও। এই দৃঢ়চেতা মনোভাব, পাশে থাকার বার্তাকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও। তাদের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে পরিবারের তরফেও জানান হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে