West Burdwan: স্কুল চত্বরেই মদ গাঁজার আসর, সন্ধে নামতেই পানাগড়ে অসামাজিক কাজকর্মের অভিযোগ
আর এই অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক। প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পানাগড়: সন্ধে নামতেই জনবহুল এলাকায় সরকারি স্কুল চত্বরে (School) অসামাজিক কাজকর্মের অভিযোগ। আর এই অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক। প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। ঘটনা পানাগড়ের হিন্দি হাইস্কুলের।
সন্ধে নামতেই বদলে যাচ্ছে ছবিটা। বসছে মদ গাঁজার আসর। তাও আবার স্কুলের ভিতরেই। পানাগড় হিন্দি হাইস্কুলের ভিতরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ধে নামলেই স্কুল প্রাঙ্গনে মদের আসর বসাচ্ছে দুস্কৃতিরা। শুধু তাই নয়, একইসঙ্গে চলছে নান অসামাজিক কাজও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুস্কৃতিদের পীঠস্থান হয়ে উঠেছে এই স্কুল প্রাঙ্গন। স্কুল প্রাঙ্গনের ভিতরেই যেভাবে মদের বোতল পড়ে রয়েছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিদিন এখানে বসে মদের আসর। যেভাবে স্কুলের প্রবেশ দ্বারেই পড়ে আছে মদের বোতল তাতে ছেলে মেয়েদের মনে কু-প্রভাব পড়বে বলে অনুমান অভিভাবকদের।
স্কুলের ভিতরে মদের বোতল পড়ে থাকার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পাণ্ডে। তিনি বলেন, “সবাই মিলে সচেতন হতে হবে যাতে এধরনের কাজকর্ম যাতে বন্ধ করা যায়। স্কুল প্রাঙ্গনে এসব পরিস্কার করেল দেওয়া হবে যাতে ছাত্রছাত্রীদের মনে কুপ্রভাব না পড়ে। এছাড়াও প্রশাসনের কাছে স্কুলের পক্ষ থেকে আবেদন করা হবে যাতে তারাও এই বিষয়ে স্কুলকে সহযোগিতা করে।’’
আরও পড়ুন: Bangaon: বনগাঁয় দলত্যাগী বিজেপি নেত্রীকে কটূক্তি, সোশ্যাল মিডিয়ায় সরব নেত্রী
এদিকে স্বর্নিভর গোষ্ঠীর নামে মহিলাদের কাজ দেওয়ার নামে কয়েকলক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঘিরে রণক্ষেত্র কুলটির মানবেড়িয়া। দফায় দফায় উত্তেজনা। এক মহিলা-সহ ৪ জনকে আটকে রেখে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। উদ্ধারে গেলে পুলিশের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। পরে ওই চারজনকে আটক করে পুলিশ। মহিলাদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর নাম করে প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে রোজগারের নামে তাঁদের কাছ থেকে কয়েকলক্ষ টাকা তোলে ওই বেসরকারি সংস্থা। কিন্তু কোনও কাজই হয়নি বলে অভিযোগ। গতকাল রাতে এ নিয়ে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সংস্থার তরফে দাবি, লকডাউনের জেরে কাজ আটকে যাওয়ায় সমস্যা চলছে।
আরও পড়ুন: Asansol: আসানসোল জামুড়িয়া থানার জাতীয় সড়কের পাশে বেসরকারি কারখানায় আগুন