শিক্ষিকা বিজেপি করেন, স্কুল আসতে বারণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
অভিযোগ, বিজেপি করায় এলাকার এক তৃণমূল নেতা তাঁকে শাসিয়ে যান।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: শিক্ষিকা বিজেপি করেন। এই কারণে শিক্ষিকাকে স্কুল আসতে বারণ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দুর্গাপুরের এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। কাজটা ঠিক হয়নি বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগকারিণী শিক্ষিকা সুমা সেন, আমি যেহেতু বিজেপি করি, আজ এসে বলে এক নেতা বলেন তোমাকে কাল থেকে যেন এই অঞ্চলে যেন না দেখি'
স্বাধীনতা দিবসে স্কুলে এসে এমনই হুমকির মুখে পড়লেন এই শিক্ষিকা। তাঁর অভিযোগ, বিজেপি করায় এলাকার এক তৃণমূল নেতা তাঁকে শাসিয়ে যান। দুর্গাপুরের এমএএমসি টাউনশিপ এলাকায় দুস্থ পড়ুয়াদের জন্য এই স্কুলটি তৈরি করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার সাফাই, ওই শিক্ষিকা স্কুলে ঠিকমতো না আসায় একথা বলেন।
অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্করলাল চট্টোপাধ্যায়, উনি স্কুলে আসতেন না নিয়মিত, তুমি তো স্কুলে ঠিকমতো আস না, আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে স্কুল করতে বলেছিলাম, স্কুলের সমস্ত কিছু নষ্ট করছে ও। শিক্ষিকার পাশে দাঁড়িয়ে চড়া সুরে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে কাজটা ঠিক হয়নি। পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই, উনি বিনা পয়সায় পড়াতেন, তৃণমূল এভাবে স্কুলটি বন্ধ করতে চাইছে, তৃণমূল নেতা বন্ধ করে দিয়েছেন, স্কুল যাতে চলতে পারে ।
দুর্গাপুর পুরসভার তৃণমূল নেতা ও কাউন্সিলর দেবব্রত সাঁই জানিয়েছেন, তাঁর গিয়ে বিজেপির তকমা দেওয়া ঠিক নয়, উনি যে দলই করুন এটা ঠিক নয়, প্রশাসনকে জানাব যাতে ভবিষ্যতে না ঘটে। দুর্গাপুর থানার দ্বারস্থ হয়েছেন শিক্ষিকা। শাসক নেতার শাসানি ঘিরে অনিশ্চয়তায় এই পড়ুয়াদের ভবিষ্যৎ।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগের রাতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বৃদ্ধাকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতার হয়েছেন ১ এবং পলাতক ২। নির্যাতিতাকে দলীয় সমর্থক বলে দাবি করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।