Pradip Sarkar: টালবাহানার পর পদত্যাগে প্রস্তুত খড়্গপুরের পুরপ্রধান, বিশ্বাসঘাতক বলে তোপ দলেরই একাংশকে
Kharagpur News: চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দলেরই একাধিক কাউন্সিলরের।
সৌমেন চক্রবর্তী, খড়্গপুর: নেতৃত্বের দেওয়া ডেডলাইন পার, এখনও পদে পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) অন্তর্গত খড়গপুর পুরসভার (Kharagpur News) পুরপ্রধান প্রদীপ সরকার (Pradip Sarkar)। কালকের মধ্যে পদত্যাগ না করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। হুঁশিয়ারি জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতির। তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দলে জেরবার খড়গপুর পুরসভা।
কালকের মধ্যে পদত্যাগ না করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূলের
চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দলেরই একাধিক কাউন্সিলরের। এই ডামাডোলের মধ্যেই গতকাল পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ দেয় দল। কিন্তু খড়্গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকারের বক্তব্য, "কর্মীরা আমার সঙ্গেই আছেন, পরে তারিখ ঠিক করে ইস্তফা দেব।"
সোমবার প্রদীপের সঙ্গে বৈঠক করেন জেলা তৃণমূল নেতৃত্ব। সেখানেই প্রদীপকে পদত্যাগ করতে বলা হয়। সোমবারের সময়সীমা বেঁধে দেওয়া হয় তাঁকে। কিন্তু সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে অজিত জানিয়ে দেন, প্রদীপকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে দল। তাঁকে অন্য কাজে লাগানো হবে। এর পর মঙ্গলবারের মধ্যে তাঁকে পদত্যাগ করতে বলা হয়।
আরও পড়ুন: Anubrata Mandal: ৪ মাস ৯ দিন পর বীরভূমেই অনুব্রত, ফের প্রভাবশালী তত্ত্বে জোর বিরোধীদের
কিন্তু তার পরও পদত্যাগ করেননি প্রদীপ। বরং মঙ্গলবারও পুরসভায় যান তিনি নিয়মমাফিক। সেখানে কাজ করেছেন দিনভর। এর মধ্যে তিনি একদিন কলকাতাও যান বলে খবর যায়। মঙ্গলবার ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর ফের সাংবাদিক বৈঠক করে অজিত জানান, ডেডলাইন পেরিয়ে গেলেও পদত্যাগ করেননি প্রদীপ। বুধবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে তাঁকে। তার মধ্যে পদত্যাগ না করলে কতড়া পদক্ষে করা হবে তাঁর বিরুদ্ধে।
এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে সংবাদমাধ্যমে প্রদীপ দলের একাংশের বিরুদ্ধেই গুরুতর আভিযোগ তোলেন। তিনি বলেন, "দুর্ভাগ্যজনক ভাবে দলের একাংশের বিশ্বাসঘাতকতার জন্য বিধানসভা নির্বাচনেও হেরেছিলাম। আজকে তারাই আবার দলকে ভুল বুঝিয়ে, বিশ্বাসঘাতকতা করে আমাকে সরাচ্ছেন।"
বুধবারই পদত্যাগ করবেন বলে জানালেন প্রদীপ সরকার
তবে এত কিছুর পরও, দল যখন নির্দেশ দিয়েছে, তিনি পদত্যাগ করবেন বলেই জানান প্রদীপ। তিনি জানান, পদত্যাগ করতে প্রস্তুত তিনি। তবে কিছুটা সময় লাগবে তাঁর। কারণ কিছু কাগজপত্র তৈরি করতে হবে। এর পর টেলিফোনে রাতে জানান, বুধবারই পদত্যাগ করতে প্রস্তুত তিনি। দুপুরেই পদত্যাগপত্র জমা দেবেন।