পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চড়ে মিছিল তৃণমূলের বিধায়কের
পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল করা হয়।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল করা হয় গরুর গাড়িতে চড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু'নম্বর ব্লকের ছয় নম্বর জাতীয় সড়কের জকপুর ঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। পিংলা বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অজিত মাইতি গুরুর গাড়িতে চড়ে এই মিছিল করেন।
পিংলার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অজিত মাইতি বলেন, পেট্রোল-ডিজেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভারতবর্ষের সরকার পুতুলের মত চুপ করে বসে আছে। আপাতত এই সরকারকে শোকেসে রাখার মত হয়ে গেছে। আগামী ২৪ সালে এই সরকারকে মিউজিয়ামে রাখতে হবে। তাই আমরা গরুর গাড়ি নিয়ে মিছিল করলাম। ভারত পিছিয়ে পড়ছে। বাস লরি আর চলবে না। পেট্রোল ডিজেল চালিত গাড়ি আর চলবে না। তাই মানুষকে জঙ্গলের যুগে ফিরিয়ে দিচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদি সরকার। তাই তার বিরুদ্ধে গণআন্দোলন করতে চাইছি আমরা। তাই এলাকার মানুষদেরকে নিয়ে আজ গরুর গাড়িতে করে মিছিল করছি।
এদিকে, পুরুলিয়া জেলায় ডিজেলের মূল্য সেঞ্চুরি পার করার পর পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করলেন তৃণমূল নেতা ও কর্মীরা। সোমবার রঘুনাথপুর শহরের বাস স্ট্যান্ড থেকে শহরের একটি পেট্রলপাম পর্যন্ত অভিনব প্রতিবাদ মিছিল করে পেট্রোলপাম্পে অবস্থানে বসেন তৃণমূলের নেতা ও কর্মী সমর্থকরা।
এদিন তারা মোটরসাইকেল ঠেলে ও ডিজেলের সেঞ্চুরির পর হাতে ব্যাট, মাথায় হেলমেট নিয়ে ও পেট্রোল পাম্পের ডিজেলের মেশিন এর উপর মাল্যদান করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিন রঘুনাথপুর শহরের পেট্রল পাম্পগুলিতে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা ১৫ পয়সা ও পেট্রোলের মূল্য ১০৮ টাকা ৮৯ পয়সা।