West Midnapore: পিকনিক করতে গিয়ে নদীতে তলিয়ে প্রাণ হারালেন এক যুবক
West Midnapore News: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,দশগ্রাম অঞ্চলেরই বাসিন্দা ওই যুবক। বড়দিনে বন্ধুদের নিয়ে কেলেঘাই নদীর পাড়ে পিকনিক করতে যায়।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুরঃ পিকনিক করতে গিয়েই হারাতে হল প্রাণ। পশ্চিম মেদিনীপুরের সবং বড়দিনে পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি,নদীতে ডুবে মৃত্যু যুবকের!
বড়দিনে পিকনিক করতে গিয়ে কেলেঘাই নদীতে ডুবে মৃত্যু হল এক যুবকের। রবিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৪ নম্বর দশগ্রাম অঞ্চলের দেহাটি কেলেঘাই ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম শুভেন্দু দে। বয়স ২২ বছর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,দশগ্রাম অঞ্চলেরই বাসিন্দা ওই যুবক। বড়দিনে বন্ধুদের নিয়ে কেলেঘাই নদীর পাড়ে পিকনিক করতে যায়। রান্নাবান্না শেষে করে কয়েকজন বন্ধু মিলে কেলেঘাই নদীতে নৌকা নিয়ে স্নান করতে নামে। সেইসময় শুভেন্দু দে নামে সেই যুবক নদীর জলে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি শুরু করার পর যুবকের দেহ উদ্ধার হয়। তারপর তাকে তড়িঘড়ি সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে সবং থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে স্থানীয়দের অধিকাংশের দাবি মদ্যপান করার কারণেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সবং থানার পুলিশ যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।
আজ বড়দিন। কলকাতা থেকে জেলা। উৎসবের মুডে রাজ্যবাসী৷ জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। আর তাই নিয়েই আজ থেকেই উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা রাজ্য। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।
একের পর এক উৎসব, পথেই চাকরিপ্রার্থীরা
এদিকে, দুর্গাপুজো, কালীপুজোর পর এবার বড়দিন। আরও একটা উৎসব কাটল সেই রাস্তায়। পরিবারের সঙ্গে নয়। রাজপথের এককোণে! তবে, এই প্রথমবার নয়, দু-দুটো বড়দিন রাস্তাতেই কাটল, SLST চাকরিপ্রার্থীদের।
৬৫১ দিন অর্থাৎ ১ বছর সাড়ে ৯ মাসে পড়েছে, মেয়ো রোডে SLST'র চাকরিপ্রার্থীদের আন্দোলন। মেয়ো রোড থেকে ঢিল ছোড়া দূরত্বে পার্কস্ট্রিট, মানুষের ঢল নেমেছে সেখানে। আর তার অদূরে এভাবেই খোলা আকাশের নিচে ক্রিসমাস কাটছে চাকরিপ্রার্থীদের।