West Midnapore: ঋণের দায়ে জর্জরিত, রাজ্যে ফের আত্মঘাতী কৃষক
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। ফের ঋণের দায়ে আলুচাষির আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল।
সোমনাথ দাস,চন্দ্রকোণা: পূর্বস্থলীর পর এবার চন্দ্রকোণা (Chandrakona), রাজ্যে ফের আত্মঘাতী কৃষক। চন্দ্রকোণার মৃত চাষির পরিবারের দাবি, ঋণ থাকায় ডিপ্রেশনে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি।
রাজ্যে ফের আত্মঘাতী কৃষক : পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। ফের ঋণের দায়ে আলুচাষির আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল। অসময়ের বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আলু চাষে। এই অবস্থায় কী করবেন ভেবে কূলকিনারা পাচ্ছেন না চাষিরা। এই প্রেক্ষাপটে চন্দ্রকোণায় মৃত্যু হল বাপি ঘোষ নামে এক আলু চাষির। পরিবারের দাবি, ঋণ নিয়ে প্রায় সাড়ে ৩ বিঘা জমিতে আলুচাষ করেছিলেন তিনি। ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় ডিপ্রেশনে ভুগছিলেন। অভিযোগ, শুক্রবার গভীর রাতে বিষ খান বাপি। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃত চাষির স্ত্রী ঝুমা ঘোষ বলেন, “চাষ করেছিল। ঋণ নিয়েছিল। টেনশনে ছিল।’’
এদিকে, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে। মৃত কৃষকের নাম রূপসনাতন ঘোষ। পারিবারিক কারণে আত্মঘাতী হয়েছেন বলে তৃণমূল পরিচালিত নিমদহ পঞ্চায়েতের তরফে চাষির মৃত্যুর ঘটনায় কৃষি দফতরকে রিপোর্ট পাঠানো হয়েছে। যদিও পরিবারের দাবি, ঋণ শোধ করবেন কীভাবে, সেই দুশ্চিন্তাতে আত্মঘাতী হয়েছেন রূপসনাতন।পূর্ব বর্ধমানের জেলা শাসক জানিয়েছেন,চাষে ক্ষতির কারণে মৃত্যু হয়নি। তবে এলাকায় আলু চাষে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
টানা বৃষ্টিতে চাষের জমিতে জমে আছে জল। মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে গোবিন্দভোগ ধান সহ অন্যান্য ফসল। আর তাতেই চিন্তার ভাঁজ অন্নদাতাদের কপালে। বিপুল ক্ষতির মুখে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বর্ধমানের কৃষকরা। রাজ্যের শস্যগোলা বলে পরিচিত পূর্ব বর্ধমান। আর গোবিন্দভোগ ধানের আঁতুড়ঘর বলে পরিচিত পূর্ব বর্ধমানের রায়না, খণ্ডঘোষ, জামালপুর। কিন্তু অকাল বৃষ্টিতে নষ্ট হতে বসেছে ধান সহ অন্যান্য ফসল। খণ্ডঘোষের কৃষক জালালউদ্দিন মণ্ডল বলেন, “মাঠের যা অবস্থা লাভ তো উঠবেই না। উপরন্তু লস হবে। ২০০০ টাকার ধান ১০০০ টাকা বিক্রি হবে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: আদবাসীদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা, ভুয়ো শংসাপত্র বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর