Mamata Banerjee: আদিবাসীদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা, ভুয়ো শংসাপত্র বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Alipurduar News: পাশাপাশি আদিবাসীদের নামে অনেকে ভুয়ো সার্টিফিকেট করিয়েছেন, তাও বাতিল করার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: যেসব আদবাসীদের সার্টিফিকেট নেই, তাঁদের সার্টিফিকেট দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। পাশাপাশি আদিবাসীদের নামে অনেকে ভুয়ো সার্টিফিকেট করিয়েছেন বলে তাও বাতিল করার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সার্টিফিকেট দেওয়ার ঘোষণা: এদিন আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী বলেন, "প্রচুর আদিবাসী আছেন, যাঁদের কাগজ নেই। যদি তাঁদের পরিবারের একজনও থাকে, তাহলেও আমরা তাঁকে নেব। দুয়ারে সরকার হবে, কিন্তু যাদের ট্রাইবাল সার্টিফিকেট নেই, ঘরের একজনেরও থাকলে সেই কাগজ নিয়ে আসুন। তাঁরা সার্টিফিকেট নিন, এবং সুবিধা ভোগ করুন। আমরা চেষ্টা করব, আপনারা সাহায্য করুন, পরিবারে একজনেরও যদি না থাকে, আগের বংশের কারও থাকলে, সেটাও নিয়ে আসুন।'' পাশাপাশি ভুয়ো সার্টিফিকেট বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'প্রচুর ফেক সার্টিফিকেট আছে, সেগুলিকে বাতিল করেছি, আরও করা হবে।''
অন্যদিকে এদিনের সভা থেকে বকেয়ার দাবিতে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা, সবক্ষেত্রে টাকা আটকে রেখেছে কেন্দ্র। ১০০ দিনের টাকা আপনাকে দিতেই হবে, আমি দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছি। হয় বাংলার টাকা দাও, নয় গদি ছাড়ো।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hooghly: মাহেশের জগন্নাথ মন্দিরে গীতাপাঠের আয়োজন, আমন্ত্রণ ঘিরে তুঙ্গে তরজা