Mamata Banerjee: অযোধ্যা যাবেন? উত্তরে কী বললেন মমতা?
Ayodhya Ram Temple Inauguration: ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সারা দেশ থেকে অসংখ্য ভিভিআইপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কলকাতা: রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration) নিয়ে চলছে জোরকদমে প্রস্তুতি। অনুষ্ঠানের দিন আমন্ত্রণ করা হয়েছে দেশের তাবড় ব্যক্তিত্বকে। সেইদিন কী অযোধ্যায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)? প্রশ্ন শুনেই তিনি কী বললেন?
কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?
এদিন অযোধ্যায় যাবেন কি না, সেই প্রশ্ন করতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তোমরা সব জেনে বসে আছ, আমি তো কিছু জানি না।'
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজনীতি থেকে ক্রীড়া, শিল্প থেকে ব্যবসা- নানা ক্ষেত্রের প্রথমসারির ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে রাম মন্দির উদ্বোধনের দিন। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা, সেই প্রশ্ন এখন উঠছে। রাজনৈতিক সম্পর্কের নিরিখে বিজেপির একেবারে উল্টো মেরুতে তৃণমূল। কেন্দ্র-রাজ্য বকেয়া বিরোধ নিয়েও তৃণমূল ও বিজেপির সম্পর্ক আদায়-কাঁচকলায়। রাজ্যে শাসক-বিরোধীরা দ্বন্দ্ব সবসময়ই প্রকট। এই পরিস্থিতিতে রাম মন্দির উদ্বোধনে তিনি যাবেন কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে মমতা বন্দ্য়োপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন। যাবেন না কি যাবেন না, সেই উত্তর সরাসরি কিছু দেননি এদিন।
দুর্নীতির দায়ে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সময়েই উত্তর ২৪ পরগনায় কর্মিসভা তৃণমূল নেত্রীর। দেগঙ্গায় সভার আগে চাকলায় লোকনাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। চাকলায় পুজো দিয়ে একতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাম মন্দির উদ্বোধনের আবহে বাংলায় তীর্থস্থানগুলির উন্নতির জন্য রাজ্য সরকার কী কী করেছে তার তালিকাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, 'তীর্থস্থানগুলির উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বাংলা জুড়ে তীর্থস্থানগুলির জন্য ৪০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে।' দক্ষিণেশ্বর ঢেলে সাজিয়েছে রাজ্য প্রশাসন। কালীঘাটের উন্নয়ন প্রকল্পও শুরু হয়েছে। সেই প্রসঙ্গও শোনা যায় মুখ্য়মন্ত্রীর মুখে, তিনি বলেন, 'দক্ষিণেশ্বরের পর কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক হচ্ছে।' কিছুদিন পরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। প্রথম থেকেই সেই মেলার পরিকাঠামো উন্নয়নের একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁর মন্তব্য, 'গঙ্গাসাগরে আগে থাকার জায়গাও ছিল না, এখন আমূল পরিবর্তন হয়েছে।' দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সেই প্রসঙ্গও উঠে এসেছে মুখ্য়মন্ত্রীর বক্তব্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বদলেছে খোলনলচে, এবার বদলে গেল নাম ! অযোধ্যা স্টেশনের নতুন নাম কী?