SSC Scam: নবম-দশমের অযোগ্য ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার
নবম-দশমের অযোগ্য ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার।
![SSC Scam: নবম-দশমের অযোগ্য ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার Withdrawal of recommendation letters of 618 unqualified teachers of ninth-tenth. SSC Scam: নবম-দশমের অযোগ্য ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/e869ee4c2c88400ea1cece2529d40023167769564807047_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অযোগ্যদের সুপারিশপত্র প্রত্যাহার করল এসএসসি। ৮ ফেব্রুয়ারি কমিশনকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের নির্দেশে কমিশন ৬১৮ জনের নাম ওয়েবসাইটে প্রকাশ করে। বিচারপতি বসুর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় চাকরিচ্যুতদের একাংশ
ডিভিশন বেঞ্চ মামলায় হস্তক্ষেপ করেনি। তারপরই ৬১৮ জন শিক্ষকের সুপারিশপত্র প্রত্যাহার করল এসএসসি
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)