CRPF Constable Recruitment 2022: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি, এই তারিখের মধ্য়ে হবে ব়্যালি
Jobs In CRPF:সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)কনস্টেবল পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই শূন্যপদটি জিডি কনস্টেবল পদের জন্য নেওয়া হয়েছে।
Jobs In CRPF:সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)কনস্টেবল পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই শূন্যপদটি জিডি কনস্টেবল পদের জন্য নেওয়া হয়েছে। এই পদগুলির জন্য ১০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব়্যালির মাধ্যমে হবে নিয়োগ। ছত্তিশগড় পুলিশের অধীনে, বিজাপুর, দান্তেওয়াড়া ও সুকমা সহ ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় মোট ৪০০ জন প্রার্থীকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। এই পদগুলির জন্য আবেদন অফলাইনে করা হবে।
CRPF Constable Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা দেখুন
এসব পদে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের গোদি হালবি লেখা ও বলার জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের আরও বিস্তারিত জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে। এখানে জিজ্ঞাসাবাদের জন্য হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে।
Jobs In CRPF: আবেদনকারীর বয়সসীমা
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স সীমা ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ST প্রার্থীদের ৫ বছরের ছাড় দেওয়া হবে।
CRPF Constable Recruitment 2022: খালি পদের বিবরণ জানুন
বিজাপুর - ১২৮টি পদ
দান্তেওয়াড়া - ১৪৪টি পোস্ট
সুকমা - ১২৮টি পদ
Jobs In CRPF: বেতন কাঠামো কত হবে ?
এই নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২১৭০০টাকা থেকে ৬৯১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
CRPF Constable Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞাপন প্রকাশের তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২২
আবেদনের শুরুর তারিখ: ১০ অক্টোবর ২০২২
আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২২
Jobs In CRPF: জেনে নিন আবেদনের ফি
এসব পদে আবেদনকারী প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
CRPF Constable Recruitment 2022: শারীরিক মান
উচ্চতা - ১৫৩ সেমি
বুক - ৭৪.৫ সেমি
ওজন - উচ্চতার অনুপাতে ১০ শতাংশ কম
Jobs In CRPF: শারীরিক সক্ষমতা
রেস - ২৪মিনিটে ৫ কিলোমিটার যেতে হবে
Jobs In ITBP: ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে অফিশিয়াল ওয়েবসাইটে এই নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করতে পারেন। নিচে এই বিষয়ে বিস্তারিত দেওয় হল।
ITBP Recruitment: চাকরির গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা ১৩ অক্টোবর থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ১১ নভেম্বর। এরপরে কোনও আবেদন নেবে না কর্তৃপক্ষ। মনে রাখবেন, সারা ভারতে Indo Tibetan Border Police (ITBP)-র হেড কনস্টেবল পদে হবে এই নিয়োগ।
Education Loan Information:
Calculate Education Loan EMI