Jobs: দূরদর্শন কেন্দ্র কলকাতায় বিভিন্ন শূন্যপদে হচ্ছে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন
Doordarshan Kolkata Recruitment: প্রসার ভারতী দূরদর্শন কেন্দ্র কলকাতার ৯টি বিভিন্ন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
Doordarshan Kolkata Recruitment: প্রসার ভারতী দূরদর্শন কেন্দ্র কলকাতার ৯টি বিভিন্ন পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রশংসাপত্র সহ নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে চাকরিপ্রার্থীর স্বার্থে নীচে দেওয়া হল।
DDK কলকাতা নিয়োগ 2023 পোস্টের বিবরণ:
পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের পদের জন্য নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা হলেই আবেদন করা যাবে
বিউটিশিয়ান/ হেয়ার ড্রেসারের ক্ষেত্রেও ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
ভিডিও সহকারীর জন্য ডিগ্রি/ডিপ্লোমা হলেই আবেদন করা যাবে।
সহকারী পদের ক্ষেত্রে এইচএস পাস হলেই আবেদন করা যাবে।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট এইচএস পাস হলে আবেদন করা যাবে।
সি.জি. অপারেটরের ক্ষেত্রেও চাকরিপ্রার্থীদের স্নাতক হতে হবে
ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে
রিসোর্স পার্সন পদের জন্য দ্বাদশ শ্রেণি পাস প্রার্থী চাইছে কর্তৃপক্ষ।
প্রসার ভারতী নিয়োগের বয়সসীমা:
সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
DDK কলকাতা নিয়োগ 2023 নির্বাচন প্রক্রিয়া:
প্রার্থীদের নির্বাচন একটি পরীক্ষা অথবা সাক্ষাত্কারের মাধ্যমে হবে।পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদেরও জানিয়ে দেওয়া হবে এবং এই ধরনের তথ্য প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — http://www.prasarbharati.gov। ভিতরে প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
প্রসার ভারতী নিয়োগের আবেদন প্রক্রিয়া:
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়) এবং অন্য কোনো প্রাসঙ্গিক নথির প্রশংসাপত্রের অ্যাটেস্টেড কপি সহ নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে পারেন।
শেষ তারিখ এবং ঠিকানা: দূরদর্শন কলকাতা নিয়োগের জন্য ১৫.০৯.২০২৩ তারিখ বিকেল ৫টার মধ্যে আবেদন পাঠাতে হবে। সেই ক্ষেত্রে হেড অফ দ্য প্রোগ্রাম দূরদর্শন কেন্দ্র কলকাতা, ১৮/৩ উদয় শঙ্কর সরণি, গল্ফগ্রিন, কলকাতা -৭০০০৯৫ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
Vacancy: রাজ্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, CMOH, উত্তর 24 পরগনায় মেডিক্যাল অফিসার, ব্লক ডেটা ম্যানেজার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (NUHM) নিয়ে মোটি ৭২৩টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর জন্য অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। ৷ যারা প্রয়োজনীয় যোগ্যতার মাপকাঠি পূরণে সক্ষম তাঁরা নির্ধারিত ফর্ম্যাট অনুসরণ করে নির্দিষ্ট ওয়েবসাইট, www.north24parganashealth.org -এর মাধ্যমে আবেদন জমা দিতে পারেন। এই তথ্য় শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যগত উদ্দেশ্যে সংক্ষেপে নীচে দেওয়া হল।
আরও পড়ুন: Jobs In West Bengal: উত্তর ২৪ পরগনায় স্বাস্থ্যবিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি, কবে আবেদনের শেষ তারিখ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI