এক্সপ্লোর
Advertisement
UGC Fake Universities List : কলকাতার এই ২ বিশ্ববিদ্যালয় 'ভুয়ো', জানাল UGC, দেখুন সম্পূর্ণ তালিকা
ওই ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কলকাতার ২ বিশ্ববিদ্যালয়।
নয়াদিল্লি : কলকাতার ২টি সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ( Fake University ) ঘোষণা করল ইউজিসি ( University Grant Commission ) । ইউজিসি জানিয়েছে, ওই সংস্থাগুলি পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না ।
ওই ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ( Educational Institutions ) মধ্যে রয়েছে কলকাতার
- চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অফ অল্টারনেটিভ মেডিসিন
- রয়েছে ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ
এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অনুমোদনও নেই, দাবি ইউজিসি-র ।
এছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়কে এই তালিকায় রেখেছে ইউজিসি। বৃহস্পতিবার, ইউজিসি ২১ টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা জারি করে। ৯ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে এই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি। সব থেকে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লিতে। দিল্লি স্থিত ৮ বিশ্ববিদ্যালয় , উত্তরপ্রদেশের ৪ বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকায়। অন্ধ্র প্রদেশের - ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি রয়েছে তালিকায়। - নকল বিশ্ববিদ্যালয়গুলির সম্পূর্ণ তালিকা নীচে দেওয়া হল
- দিল্লি
1. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPPHS),
2. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড
3. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি
4. ভোকেশনাল বিশ্ববিদ্যালয়, দিল্লি
5. ADR- সেন্ট্রিক বিচারিক বিশ্ববিদ্যালয়
6. ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নতুন দিল্লি
7. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি
8. আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় - কর্ণাটক
9. বদগনভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি - কেরালা
10. সেন্ট জন ইউনিভার্সিটি, কিষানাত্তম। - মহারাষ্ট্র
11. আই এল. রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর - পশ্চিমবঙ্গ
12. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন
13. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ - উত্তরপ্রদেশ
14. গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, ইলাহাবাদ
15. ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর
16. নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়
17. শিক্ষা পরিষদ, ভারত ভবন, লখনউ, উত্তরপ্রদেশ। - ওড়িশা
18. নবভারত শিক্ষা পরিষদ, অনুপূর্ণা ভবন
19. উত্তর উড়িষ্যা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
20. শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন - অন্ধ্রপ্রদেশ
21. ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement