GATE 2023 Result: প্রকাশিত হল GATE 2023-র রেজাল্ট, কীভাবে দেখবেন ফল?
যাঁরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা gate.iitk.ac.in. এই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।
কলকাতা: প্রকাশিত হল গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা Gate 2023 –এর ফল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন আইআইটি কানপুর ফল প্রকাশ করে। যাঁরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা gate.iitk.ac.in. এই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।
প্রকাশিত হল GATE 2023-র ফল: চলতি বছর ফেব্রুয়ারি মাসে ৪, ৫, ১১ এবং ১২ তারিখ গেট পরীক্ষা হয়। আইআইটি কানপুরের তরফে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় রেসপন্স শিট। ২১ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় অ্যান্সার কি। পরীক্ষার্থীর অ্যান্সার কি সংক্রান্ত কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে তা জানানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয় ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে আজ ফল প্রকাশ হলেও স্কোরকার্ড পরীক্ষার্থীরা পাবেন ২১ মার্চ। আজ পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে পাশ করেছেন কিনা শুধুমাত্র সেটাই দেখতে পারবেন।
কীভাবে দেখবেন ফল?
- পরীক্ষার্থীকে প্রথমে GATE –এর অফিশিয়াল ওয়েবসাইটে gate.iitk.ac.in যেতে হবে।
- হোম পেজে পাওয়া যাবে আবেদনকারীর লগ ইন ট্যাব।
- লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে।
- রেজাল্ট দেখা যাবে স্ক্রিনে।
- ওখান থেকেই ডাউনলোড করে নেওয়া যাবে।
- ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট নিয়ে রাখা যেতে পারে।
এদিকে West Bengal Public Service Commission (WBPSC) সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারি ওয়েবসাইটে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে এই আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনকারীরা। মার্চ পর্যন্ত চলবে এই আবেদন পর্ব। উপরন্তু অফলাইন মোডের মাধ্যমে আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ রাখা হয়েছে ২২ মার্চ ৷
WBPSC Civil Services Exam 2023 Registration: রেজিস্ট্রেশনের তারিখ চেক করুন
- ২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইন আবেদন জমার প্রক্রিয়া শুরু
- অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ মার্চ ২০২৩ (বিকেল ৩টে পর্যন্ত)
- অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২১ মার্চ ২০২৩ (বিকেল ৩টে পর্যন্ত)
- অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২২মার্চ ২০২৩।
আরও পড়ুন: BSF Jobs 2023: বিএসএফ-এ ১৩০০ পদে হচ্ছে নিয়োগ, বেতন ৬৯,০০০ টাকা
Education Loan Information:
Calculate Education Loan EMI