IIM CAT 2021 Admit Card: প্রকাশিত হবে CAT-এর অ্যাডমিট কার্ড, জেনে নিন সময় ও ডাউনলোডের পদ্ধতি
বিকেল ৫টার সময় এই হল টিকিট প্রকাশ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) Ahmedabad। পরীক্ষার্থীরা iimcat.ac.in-এ গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
নয়াদিল্লি: ২৭ অক্টোবর বুধবার প্রকাশিত হবে কমন অ্যাডমিশন টেস্ট (CAT)2021-এর অ্যাডমিট কার্ড। বিকেল ৫টার সময় এই হল টিকিট প্রকাশ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) Ahmedabad। পরীক্ষার্থীরা iimcat.ac.in-এ গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
IIM CAT 2021 Admit Card কীভাবে ডাউনলোড করবেন ?
১ প্রথমে CAT-এর অফিশিয়াল ওয়েবসাইট iimcat.ac.in-এ যান।
২ এবার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে ক্লিক করুন।
৩ সাবধানে নিজের বিবরণ ওখানে পূরণ করুন।
৪ এবার কম্পিউটার স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন।
৫ এবার এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে একটা প্রিন্টআউট নিজের কাছে রাখুন।
সব মিলিয়ে দেশের ১৫৮টি শহরে এই কমন অ্যাডমিশন টেস্ট (CAT)2021-এর পরীক্ষা হবে। কোন কোন শহরে এই পরীক্ষা হবে তা CAT-এর ওয়েবসাইট থেকেই জানা যাবে। বাকি পরীক্ষাকেন্দ্র সম্পর্কে অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। ২৭ অক্টোবর থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে এই অ্যাডমিট কার্ড।
IIM CAT 2021-এর গুরুত্বপূর্ণ তারিখ: দেশের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলিতে সুযোগ পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এই CAT। যাতে দেশের বহু পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামী ২৮ নভেম্বর রবিবার হবে এই পরীক্ষা। আশা করা হচ্ছে, ২০২২ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই প্রকাশিত হবে এই পরীক্ষার ফল। আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে CAT-এর স্কোর। পরবর্তীকালে পরীক্ষার ফল দেখে প্রার্থী বাছাই করবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: IOCL Recruitment 2021: প্রচুর পদে নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন: West Bengal Food & Supply Jobs: রাজ্যে খাদ্য দফতরে চাকরির সুযোগ, এই যোগ্যতা আছে কি ?
আরও পড়ুন: IAS Success Story: নিজের বিশ্লেষণ করতে হবে নিজেকেই, ছোট্ট গ্রামের পরিচয় এখন মমতাতেই
আরও পড়ুন: IBPS PO Recruitment 2021: চার হাজারের বেশি পদ খালি, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI