Railway Recruitment: ১৮,৭৯৯ পদের জন্য ২২.৫ লক্ষ পরীক্ষার্থী ! রেলের এই নিয়োগে আবেদনকারীর ভিড় তুঙ্গে
Assistant Loco Pilot Jobs: ইতিমধ্যেই মোট পরীক্ষার্থীর মধ্যে থেকে ১৩.৫ লক্ষ প্রার্থীর পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে। আর বাকি দুদিনে ৯ লক্ষ আরও পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন।
Recruitment News: ভারতীয় রেল একটা বিরাট পদক্ষেপ করছে নিয়োগ নিয়ে। রেলের সহকারী লোকো পাইলট নিয়োগের (Railway Recruitment) ক্ষেত্রে মাত্র ১৮,৭৯৯ পদের জন্য আবেদন জমা পড়েছে ২২.৫ লক্ষ পরীক্ষার্থীর। দেশের মোট ৩৪৬টি কেন্দ্র জুড়ে এই নিয়োগ পরীক্ষা চলছে। বিগত সোমবার থেকেই এই পরীক্ষা শুরু (Recruitment News) হয়ে গিয়েছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে এই পরীক্ষা। মোট ১৫টি শিফটে এবং ১৮টি ভাষায় এই পরীক্ষাটি নেওয়া হবে।
ইতিমধ্যেই মোট পরীক্ষার্থীর মধ্যে থেকে ১৩.৫ লক্ষ প্রার্থীর পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে। আর বাকি দুদিনে ৯ লক্ষ আরও পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভারতীয় রেলওয়ের নিয়োগের জন্য বছরে বেশ কয়েকবার পরীক্ষা আয়োজন করে থাকে। রেলভবনে এই পরীক্ষার আয়োজনের জন্য বোর্ড কন্ট্রোল সেন্টার স্থাপন করেছে, সমস্ত পরীক্ষাকেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আর এই সিসিটিভি ক্যামেরার ফুটেজে সর্বক্ষণ নজরদারি চলছে এই কন্ট্রোল রুম থেকে। সেই আধিকারিক জানান, জনা কতক আধিকারিক কীভাবে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে কোথায় কী চলছে তার উপর সবসময় নজরদারি চালাচ্ছে। তিনি এও বলেছেন যে এই প্রথমবার ফেব্রুয়ারি মাসে একটি বার্ষিক নিয়োগের পঞ্জি প্রকাশিত হয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে আর এই পঞ্জি মেনেই নিয়োগের পরীক্ষা আয়োজিত হচ্ছে।
প্রতি বছর জানুয়ারি এবং মার্চ মাসের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহকারী লোকো পাইলটের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। আর বছরের মধ্যে এপ্রিল, মে এবং জুন মাসে টেকনিক্যাল পদের জন্য নিয়োগ হয়ে থাকে। আধিকারিকদের মধ্যে বছরে ৪ বার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে যাতে আরও বেশি সংখ্যক পরীক্ষার্থী যোগ দিতে পারে। আগে যখন তিন বছর চার বছর অন্তর নিয়োগ হত, বয়সের কারণে বহু প্রার্থীই সেই সুযোগ হারাতেন। কিন্তু এখনকার পদ্ধতিতে কোনো প্রার্থী যদি জানুয়ারি এবং মার্চ মাসের মধ্যে সহকারী লোকো পাইলট পদের জন্য আবেদন করে বাদ পড়ে যান নির্বাচন থেকে, তাহলে সেই বছরেই যদি যোগ্যতা থেকে থাকে তাহলে টেকনিশিয়ান পদের জন্য এপ্রিল, মে জুন মাসে আবেদন করতে পারবেন, বয়স কোনো বাধা হবে না।
আরও পড়ুন: Recruitment News: EPFO-তে চাকরির সুযোগ, ৬৫ হাজার টাকা মিলবে বেতন- কারা করতে পারবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI