(Source: ECI/ABP News/ABP Majha)
UPSC Topper Ishita Kishore: দিল্লি ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী ইউপিএসসি টপার , কে এই ঈশিতা কিশোর ?
2022 সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় এবার শীর্ষে রয়েছেন ঈশিতা কিশোর। পরিচিতরা বলছেন, পড়াশোনার সঙ্গে খেলাতেও সমান উৎসাহী। কে এই ঈশিতা কিশোর?
UPSC Result: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) মঙ্গলবার UPSC CSE 2022-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। 2022 সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় এবার শীর্ষে রয়েছেন ঈশিতা কিশোর। পরিচিতরা বলছেন, পড়াশোনার সঙ্গে খেলাতেও সমান উৎসাহী। দিল্লি ইউনিভার্সিটির এই ছাত্রী এখন আলোচনার বিষয়। কে এই ঈশিতা কিশোর?
Civil Services Exam Result 2022: তৃতীয়বার চেষ্টায় UPSC-তে সাফল্য
ঈশিতা কিশোর আসলে অর্থনীতিতে স্নাতক। ২০১৭ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। এরপর আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর সঙ্গে 'রিস্ক অ্যাডভাইজরি' হিসাবে কাজ করেন। একজন সক্রিয় ক্রীড়াবিদ হিসাবেও নাম রয়েছে তাঁর। স্কুল থেকেই একজন ভাল অলরাউন্ডার পারফর্মার হিসাবে ঈশিতাকে চেনে সবাই।
UPSC Topper Ishita Kishore: প্রিলিমও পাস করতে পারেননি
তবে একবারে আসেনি এই সাফল্য। এই নিয়ে তিনবারের প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হলেন ঈশিতা । এই প্রথম ইন্টারভিউ রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছেন তিনি। ইউপিএসসি পরীক্ষার জন্য যোগ্যতা অর্জনের তৃতীয় ধাপ এই ইন্টারভিউ পর্ব। অনেকেই জানলে অবাক হবেন, প্রথম দুটি প্রচেষ্টায়, এমনকী UPSC-র প্রিলিম পরীক্ষাও পাস করতে পারেননি তিনি। মনে রাখবেন, UPSC CSE পরীক্ষার তিনটি ধাপ রয়েছে। এই তিনিটি ধাপ পেরোলেই যোগ্যতা অর্জন করা যায়। এই ধাপগুলি হল, প্রিলিম, মেইন ও শেষে ইন্টারভিউ।
UPSC Result: আজই প্রকাশিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC CSE 2022)ফল। এবার সিভিল সার্ভিসের ২০২২-এর শীর্ষ স্থান দখল করেছেন ঈশিতা কিশোর । গরিমা লোহিয়া দ্বিতীয়, উমা হারিত এন তৃতীয় স্থান পেয়েছেন। চতুর্থ স্থান পেয়েছেন ময়ূর হাজারিকা ও পঞ্চম স্থান পেয়েছেন গহানা নব্য। এই ফলাফল UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in -এ দেখা যাবে।
UPSC Topper Ishita Kishore: এবার ইউপিএসসি পরীক্ষায় দাপটে দেখিয়ছে মেয়েরা
এবার পরীক্ষার ফল বলছে, মেয়েরা UPSC CSE 2022 পরীক্ষায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে। প্রথম সেরা ৫ জনে তিনজন মেয়ে রয়েছেন। এর মধ্যে ঈশিতা কিশোর শীর্ষে ও গরিমা লোহিয়া দ্বিতীয়। চতুর্থ নম্বরে রয়েছেন স্মৃতি মিশ্র। যেখানে সেরা ৫-এ ২ জন ছেলে রয়েছে তিন নম্বরে উমা হারিত এন ও পাঁচ নম্বরে ময়ুর হাজারিকা।
আরও পড়ুন : UPSC Topper Ishita Kishore: UPSC-র শীর্ষে ঈশিতা কিশোর , দেখে নিন পুরো তালিকা
Education Loan Information:
Calculate Education Loan EMI