(Source: ECI/ABP News/ABP Majha)
UPSC Topper Ishita Kishore: UPSC-র শীর্ষে ঈশিতা কিশোর , দেখে নিন পুরো তালিকা
UPSC Result: প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC CSE 2022)ফল। এবার সিভিল সার্ভিসের ২০২২-এর শীর্ষ স্থান দখল করেছেন ঈশিতা কিশোর ।
UPSC Result: প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস পরীক্ষার (UPSC CSE 2022)ফল। এবার সিভিল সার্ভিসের ২০২২-এর শীর্ষ স্থান দখল করেছেন ঈশিতা কিশোর । গরিমা লোহিয়া দ্বিতীয়, উমা হারিত এন তৃতীয় স্থান পেয়েছেন। চতুর্থ স্থান পেয়েছেন ময়ূর হাজারিকা ও পঞ্চম স্থান পেয়েছেন গহানা নব্য। এই ফলাফল UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in-এ দেখা যাবে।
UPSC টপার ঈশিতা কিশোর কে?
UPSC CSE 2022 টপার ঈশিতা কিশোর শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে স্নাতক। প্রথম থেকেই কলেজের মেধাবী ছাত্রীদের মধ্যে গণ্য করা হতো ঈশিতাকে। ঘনিষ্ঠরা জানিয়েছেন, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম ফল দিয়েছে ঈশিতাকে। পরিবারের পাশাপাশি কলেজের নাম উজ্জ্বল করেছেন তিনি।
UPSC Topper Ishita Kishore: এবার ইউপিএসসি পরীক্ষায় দাপটে দেখিয়ছে মেয়েরা
এবার পরীক্ষার ফল বলছে, মেয়েরা UPSC CSE 2022 পরীক্ষায় নিজেদের আধিপত্য বজায় রেখেছে। প্রথম সেরা ৫ জনে তিনজন মেয়ে রয়েছেন। এর মধ্যে ঈশিতা কিশোর শীর্ষে ও গরিমা লোহিয়া দ্বিতীয়। চতুর্থ নম্বরে রয়েছেন স্মৃতি মিশ্র। যেখানে সেরা ৫-এ ২ জন ছেলে রয়েছে তিন নম্বরে উমা হারিত এন ও পাঁচ নম্বরে ময়ুর হাজারিকা।
এখানে সম্পূর্ণ তালিকা দেখুন-
1 ঈশিতা কিশোর
2 গরিমা লোহিয়া
3 উমা হারতি n
4 স্মৃতি মিশ্র
5 ময়ূর হাজারিকা
6 গহনা নব্য রত্ন
7 ওয়াসিম আহমেদ ভাট
8 অনিরুদ্ধ যাদব
9 কণিকা গয়াল
10 রাহুল শ্রীবাস
11 পরসানজিৎ কৌর
12 অভিনব সিওয়াচ
13 বিদুষী সিং
14 কৃতিকা গয়াল
15 স্বাতী শর্মা
16 শিশির কুমার সিং
17 অবিনাশ কুমার
18 সিদ্ধার্থ শুক্লা
19 লঘিমা তিওয়ারি
20 আনুশকা শর্মা
21 শিবম যাদব
22 জিভিএস পবনদত্ত
23 বৈশালী
24 সন্দীপ কুমার
25 শঙ্খে কাশ্মীর কিশোর
26 গুঞ্জিতা আগরওয়াল
27 যাদব সূর্যভান অচেলাল
28 অঙ্কিতা পুওয়ার
29 পুরুষ সুদ
30 প্রেক্ষা আগরওয়াল
31 প্রিয়াংশা গর্গ
32 নিতিন সিং
33টি তরুণ পট্টনায়ক পদক
34 অনুভব সিং
৩৫ আজমেরার সংকেত কুমার
36 আর্য ভি এম
37 চৈতন্য অবস্তি
38 অনুপ দাস
39 গরিমা নরুলা
40 সাই আশ্রিত শখমুরি
Civil Services Exam 2022 Live: প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিস ২০২২ সালের পরীক্ষার ফল। পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইট – upsc.gov.in-এ তাদের ফল দেখতে পারেন। এই বছরও সিভিল সার্ভিসের শীর্ষস্থানে নারীদের আধিপত্য বজায় রয়েছে। UPSC AIR 1 শীর্ষ স্থানে নাম উঠেছে ঈশিতা কিশোরের। এ ছাড়াও পরবর্তী তিন স্থান অর্জন করেছেন গরিমা লোহিয়া, উমা হারাথি এন ও স্মৃতি মিশ্র।
UPSC CSE প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ৫ জুন অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল ২২ জুন। সিভিল সার্ভিসের মূল পরীক্ষা বা মেইন অনুষ্ঠিত হয় ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর। গত ৬ ডিসেম্বর যার ফল ঘোষণা হয়। এই পরীক্ষার সাক্ষাত্কার পর্ব শেষ হয়েছিল ১৮ মে ।
গত বছর শ্রুতি শর্মা UPSC CSE 2021 চূড়ান্ত ফলাফলে সর্বভারতীয় শীর্ষ স্থান অর্জন করেছিলেন। শীর্ষ চারটি পদের সবেতেই মেয়েরা দাপট দেখিয়েছে। অঙ্কিতা আগরওয়াল এআইআর ২ ও চণ্ডীগড় থেকে গামিনী সিঙ্গলা ৩ নম্বরে রয়েছেন। ইতিমধ্যেই, UPSC ২৮ মে CSE 2023 প্রিলিম পরিচালনার প্রস্তুতি শুরু করেছে৷ পরীক্ষার জন্য প্রবেশপত্রগুলি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে৷ এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখে নিন।
আরও পড়ুন : UPSC Result: UPSC সিভিল সার্ভিসের শীর্ষে ঈশিতা কিশোর, শীর্ষ চারে মহিলা
Education Loan Information:
Calculate Education Loan EMI