UPSC Recruitment 2025: চাকরির সুযোগ দিচ্ছে UPSC, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?
Jobs And Recruitments: ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in - এর মাধ্যমে আবেদন করা যাবে। ২১৩টি শূন্যপদে নিয়োগ করবে ইউপিএসসি কর্তৃপক্ষ।

UPSC Recruitment 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission), ইউপিএসসি (UPSC) নিয়োগ করতে চলেছে মেডিক্যাল অফিসার, লেকচারার এবং অন্যান্য পদে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in - এর মাধ্যমে আবেদন করা যাবে। ২১৩টি শূন্যপদে নিয়োগ করবে ইউপিএসসি কর্তৃপক্ষ। আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন সবিস্তারে
- Additional Government Advocate: ৫টি শূন্যপদ
- Additional Legal Adviser: ১৮টি শূন্যপদ
- Assistant Government Advocate: ১টি শূন্যপদ
- Deputy Government Advocate: ২টি শূন্যপদ
- Deputy Legal Adviser: ১২টি শূন্যপদ
- Lecturer (Urdu): ১৫টি শূন্যপদ
- Medical Officer: ১২৫টি শূন্যপদ
- Accounts Officer: ৩২টি শূন্যপদ
- Assistant Director: ৩টি শূন্যপদ
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, দেখে নিন
ইন্টারভিউ অথবা পরীক্ষার পর ইন্টারভিউ, এই ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
যদি শুধু ইন্টারভিউ নেওয়া হয়, তাহলে অসংরক্ষিত শ্রেণি এবং ইকোনমিকালি উইকার সেকশনের ক্ষেত্রে ৫০ নম্বর, ওবিসিদের ক্ষেত্রে ৪৫ নম্বর, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৪০ নম্বর ধার্য হয়েছে। মানে মোট ১০০- র মধ্যে উল্লিখিত ক্যাটেগরির আবেদনকারীদের এই নম্বরগুলি পেতে হবে।
আর যদি রিক্রুটমেন্ট পরীক্ষার পর ইন্টারভিউ হয়, তাহলেও আবেদনকারীদের ন্যূনতম ওই নম্বরগুলি পেতে হবে ইন্টারভিউ পর্বে।
অ্যাপ্লিকেশন ফি, কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে, দেখে নিন বিস্তারিত
সমস্ত ক্যাটেগরির প্রার্থীদের জন্য ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। শুধুমাত্র মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। পেমেন্ট করতে হবে হয় এসবিআই- এর যেকোনও শাখায় নগদ দেওয়ার মাধ্যমে। অথবা ব্যবহার করতে পারেন নেট ব্যাঙ্কিং ফেসিলিটি। এছাড়াও Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI - এইসব মাধ্যমের সাহায্যেও পেমেন্ট করা যাবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে।
মহারাষ্ট্র ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ
ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে চাকরি পেতে হলে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে যোগ্য, আগ্রহী প্রার্থীদের। bankofmaharashtra.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এই নিয়োগের মাধ্যমে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ৩৫০ শূন্যপদ পূরণ করবে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI























