DH&FWS Malda Jobs: অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ হবে এই জেলায়, জেনে নিন আবেদনের যোগ্যতা
Jobs in Malda: মালদা ব্লক অফিসে অ্যাকাউন্টস ম্যানেজারের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
Jobs in Malda: রাজ্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চাকরির সুযোগ তৈরি হয়েছে। মালদা ব্লক অফিসে অ্যাকাউন্টস ম্যানেজারের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। যোগ্য প্রার্থীরা নিচের দেওয়া ঠিকানায় তাদের আবেদন পাঠাতে পারেন।
BLOCK ACCOUNTS MANAGER – 01 (UR)
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সঙ্গে MS Word, Excel, Power Point, Internet Browsing ও Accounting Software যেমন Tally-তে জ্ঞান থাকাটা বাধ্যতামূলক।
Jobs in Malda: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
DH&FWS Malda Jobs: প্রার্থী নির্বাচন
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের নির্বাচন হবে কম্পিউটার টেস্ট, ট্যালি টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মালদা - https://www.malda.gov.in -এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।
Jobs in Malda: যেভাবে আবেদন করবেন
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা তাদের আবেদনপত্র নিচে উল্লিখিত ঠিকানায় পাঠাতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, কাস্ট, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ও প্রাসঙ্গিক নথি সম্পর্কিত শংসাপত্রের ফটোকপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
শেষ তারিখ ও ঠিকানা: আপনার আবেদনটি Office of the Secretary, District Health & Family Welfare Samity & Chief Medical Officer of Health, Malda, P.O. Jhaljhalia (J.R.C.), Dist. Malda, Pin-732102-এই ঠিকানায় পাঠাতে হবে। 17/02/2022 তারিখের মধ্যে পাঠাতে হবে এই অ্যাপ্লিকেশন। নিচে অফিশিয়াল লিঙ্ক দেওয়া হল। এই বিষয়ে বিশদে জানতে আপনাকে বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। তাহলেই চাকরি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
Official website of District Health & Family Welfare Samiti Malda — https://www.malda.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI