Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীতে অফিসার পদে হচ্ছে নিয়োগ,রইল যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া
Jobs In Indian Navy: ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান নেভিতে এসএসসি অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
Jobs In Indian Navy: ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান নেভিতে এসএসসি অফিসার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
Vacancy Update: গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদন প্রক্রিয়া ২১ অক্টোবর থেকে শুরু । আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ৬ নভেম্বর ২০২২। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২১২টি পদে নিয়োগ করা হবে।বিবাহিত ও অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ২০২৩ সালের জুনে এই পদগুলিতে নিয়োগ হবে।
Indian Navy Recruitment 2022: খালি পদের বিবরণ
সাধারণ পরিষেবা / হাইড্রো ক্যাডার: ৫৬টি পদ
এয়ার ট্রাফিক কন্ট্রোলার: ৫টি পদ
নেভাল এয়ার অপারেশনস অফিসার: ১৫টি পদ
পাইলট: ২৫টি পদ
লজিস্টিকস: ২০টি পদ
শিক্ষা: ১২টি পদ
ইঞ্জিনিয়ারিং (সাধারণ পরিষেবা): ২৫টি পদ
বৈদ্যুতিক (সাধারণ পরিষেবা): ৪৫টি পদ
নেভি কনস্ট্রাক্টর: ১৪টি পদ
Jobs In Indian Navy: কারা আবেদন করতে পারবেন জানেন ?
এই পোস্টগুলিতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech/M.Tech/CSE/IT/Software Systems/Cyber Security/System Admin & Networking/Computer Systems/Networking/Date Analytics/artificial Science-এ উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও BCA/BSc তে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে চাকরিপ্রার্থীদের। দশম ও দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
Indian Navy Recruitment 2022: বয়সসীমা জানুন
যাদের জন্ম ০২ জুলাই ১৯৯৮ থেকে ০১ নভেম্বর ২০০৪-এর মধ্যে তারা ভারতীয় নৌবাহিনীর এসএসসি অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় দেওয়া হবে। আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
Jobs In Indian Navy: নির্বাচন প্রক্রিয়া
ভারতীয় নৌবাহিনী এসএসসি অফিসার নিয়োগ SSB সাক্ষাত্কারের জন্য আবেদনের সংক্ষিপ্ত তালিকা প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে করা হবে।
FSSAI Recruitment 2022: এ ছাড়াও সরকারি চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে FSSAI উপদেষ্টা, যুগ্ম পরিচালক, সিনিয়র ম্যানেজার, ডেপুটি ডিরেক্টর সহ অনেক পদে নিয়োগ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইলে অফিশিয়াল ওয়েবসাইট fssai.gov.in- এ গিয়ে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। এতে আবেদন করার শেষ তারিখ ৫ নভেম্বর ২০২২।
Education Loan Information:
Calculate Education Loan EMI