Khan Sir: বিয়ে করেছেন খান স্যার ! জীবনসঙ্গিনী কে ? শীঘ্রই রিসেপশনের আয়োজন
Khan Sir Wedding: অনলাইনে একটি ভিডিয়ো শেয়ার হয়েছে তুমুলভাবে, সেখানে খান স্যার নীরবে এভাবে বিবাহ সেরে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। কাকে বিয়ে করলেন খান স্যার ?

পাটনা: জনপ্রিয় ইউটিউবার এবং শিক্ষক খান স্যার সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন। জনপ্রিয় এই শিক্ষক পাটনায় তাঁর নিজস্ব কোচিং সেন্টারে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি করান শিক্ষার্থীদের। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে (Khan Sir) খান স্যার নিজের বিয়ের কথা পড়ুয়াদের জানাচ্ছেন। তিনি বলেন যে একটি ব্যক্তিগত অনুষ্ঠান করে ভারত-পাক যুদ্ধের মধ্যেই নীরবে বিয়ে সেরে নিয়েছেন তিনি। এই উত্তেজনাময় অবস্থার (Khan Sir Wedding) মধ্যে খান স্যার অন্য কাউকে সেভাবে নিমন্ত্রণ করেননি, ব্যক্তিগত উৎসব-আনন্দের থেকেও দেশের সমস্যাকে বড় করে দেখেছিলেন তিনি।
অনলাইনে একটি ভিডিয়ো শেয়ার হয়েছে তুমুলভাবে, সেখানে খান স্যার নীরবে এভাবে বিবাহ সেরে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি এও জানান যে তাঁর বৌভাত বা রিসেপশনের অনুষ্ঠান কবে হবে এবং ঠিক কোন দিনে সমস্ত শিক্ষার্থীদের জন্য ভোজের ব্যবস্থা করা হয়েছে।
কাকে বিয়ে করলেন খান স্যার
বিয়ে নিয়ে খুব বেশি তথ্য জানাননি খান স্যার। তবে সূত্র অনুসারে খান স্যারের স্ত্রীর নাম এ এস খান। যদিও তাঁর কোনও পরিচয়, কাজ, পারিবারিক বিবরণ জানা যায়নি। এমনকী বিয়ের নিমন্ত্রণপত্রেও খান স্যারের স্ত্রীর পুরো নাম লেখা দেখা যায়নি, ফলে এই বিষয়ে রহস্য দানা বেঁধেছে। তাঁর অনুরাগীদের মধ্যেও ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।
Khan Sir जिनका असली नाम फैज़ल खान है, एक प्रसिद्ध भारतीय शिक्षक और यूट्यूबर हैं,
— AK (@imak1555) May 26, 2025
खान सर अपनी बातों में भारतीय संस्कृति और मूल्यों का सम्मान करते हैं।
खान सर अपनी साधारण जीवनशैली और स्पष्टवादी स्वभाव के लिए जाने जाते हैं।
क्योंकि वे निजी जीवन को गोपनीय रखते हैं, ये video से… pic.twitter.com/1UXz1PzCCA
কবে হবে রিসেপশন
খান স্যার এই ভিডিয়োতে বলেছেন যে আগামী ২ জুন ২০২৫ পাটনাতেই তাঁর রিসেপশন অনুষ্ঠিত হবে। তিনি জানান যে ডিজিটাল উপায়ে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে সকলকে, তিনি এও জানান যে সমস্ত আয়োজন চলছে জোরকদমে। খান স্যার বলেন আগামী ৬ জুন শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য এক বিরাট মহাভোজের ব্যবস্থা করা হয়েছে। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, 'আমি সবাইকে আগেও বলেছি যে তোমাদের জন্যই আমার অস্তিত্ব রয়েছে, রিসেপশনের পরে তাই আমার ছাত্রদের জন্য একটি বিশেষ ভোজের বন্দোবস্ত করা হয়েছে।'
পড়ুয়াদের তিনি বলেন, 'এই যুদ্ধ পরিস্থিতির সময়েই আমি বিয়ে করেছি। আমি তোমাদের জন্য একটি ভোজের ব্যবস্থা করেছি।' আর এই পরিস্থিতিতে খান স্যারের আসল নাম নিয়েও জল্পনা চলছে জোরকদমে। অনেকেই বলেন যে তাঁর আসল নাম ফয়জল খান। কিন্তু এই বিষয়ে খান স্যার এখনও কিছু নিশ্চিত করে বলেননি। আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি এবং বিয়ের আমন্ত্রণপত্রেও তাঁর পুরো নাম লেখা হয়নি।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















