KMC Recruitment : কলকাতা পুরসভায় মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, রইল পদ, যোগ্যতা, আবেদনের নিয়ম
Jobs In Kolkata: কলকাতা পুরসভায় কাজ করতে চাইলে এটাই হতে পারে সেরা সুযোগ। সম্প্রতি কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি চুক্তির ভিত্তিতে অস্থায়ী ৮৯ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করছে।
Jobs In Kolkata: কলকাতা পুরসভায় কাজ করতে চাইলে এটাই হতে পারে সেরা সুযোগ। সম্প্রতি কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি চুক্তির ভিত্তিতে অস্থায়ী ৮৯ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করছে। শূন্যপদগুলি কলকাতায় অবস্থিত কলকাতা NUHM সোসাইটির আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির জন্য ঘোষণা করা হয়েছে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদনপত্র, শংসাপত্র নিয়ে নিচে উল্লিখিত নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত হতে পারেন। কেবল চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে নিচে দেওয়া হল।
মেডিক্যাল অফিসার – ৮৯ জন।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে এমসিআই-স্বীকৃত ইনস্টিটিউট থেকে এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ এমবিবিএস উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমা:
01/12/2019 অনুযায়ী সর্বোচ্চ ৬৬ বছর।
বেতন কী পাবেন:
একবার নিয়ুক্ত হলে প্রতি মাসে ২৪,০০০ টাকা বেতন পাবেন প্রার্থী।
প্রার্থীদের নির্বাচন:
প্রার্থী বাছাই হবে সাক্ষাৎকারের মাধ্যমে।
পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য কলকাতা সিটি NUHM সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রার্থীদের নির্বাচনের নিয়ম, যোগ্যতার নিয়ম এবং অন্যান্য বিশদ বিবরণের জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপন দেখে নিন।
কীভাবে আবেদন করতে হবে:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বর্ণ, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ও অন্য কোনও প্রাসঙ্গিক নথির সমর্থনে শংসাপত্র নিচের নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারের জন্য নিয়ে আসতে হবে।
সরাসারি সাক্ষাৎকারের বিবরণ:
তারিখ: 22-05-2023 সকাল 11:30 টা।
স্থান: রুম নং 254, দ্বিতীয় তলা, PMU, কলকাতা সিটি NUHM সোসাইটি, 5, S.N. ব্যানার্জি রোড, কলকাতা- 700013।
উপরোক্ত তথ্য সংক্ষেপে দেওয়া হয়েছে। শূন্যপদগুলির জন্য আবেদন করার আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।
Jobs In West Bengal: রাজ্যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)-তে চুক্তির ভিত্তিতে একাধিক পদে হচ্ছে নিয়োগ। মোবাইল, নেটওয়ার্ক, ম্যালওয়্যার ছাড়াও ক্লাউড ফরেনসিক এক্সপার্ট পদে হবে নিয়োগ। এ ছাড়াও ক্রিপ্টো অ্যনালিস্ট ও ডিস্ক ফরেনসিক এক্সপার্ট সব মিলিয়ে ৯টি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সাইবার ক্রাইম বিভাগে হবে এই নিয়োগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন নিচে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ, সংক্ষেপে কেবল চাকরিপ্রার্থীর স্বার্থে তথ্যের উদ্দেশ্যে দেওয়া হল।
Education Loan Information:
Calculate Education Loan EMI