Kolkata City NUHM Recruitment 2021: কলকাতায় সিটি অর্গানাইজার পদে নিয়োগ, দ্বাদশ উত্তীর্ণ হলেই আবেদনের সুযোগ
সম্প্রতি দীনদয়াল অন্ত্যোদয় যোজনার অধীনে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা চাইলে ১৭ অগাস্টের মধ্যে আবেদন করতে পারেন। নীচে সেই বিষয়ে বিস্তারিত দেওয়া হল।
কলকাতা: ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের(NULM) অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন(KMC)। ৩২টি সিটি অর্গানাইজার পদে হবে নিয়োগ। ১২ পাস হলেই করতে পারবেন আবেদন।
সম্প্রতি দীনদয়াল অন্ত্যোদয় যোজনার অধীনে শুরু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা চাইলে ১৭ অগাস্টের মধ্যে আবেদন করতে পারেন। নীচে সেই বিষয়ে বিস্তারিত দেওয়া হল।
চাকরির সারাংশ
কত পদে নিয়োগ- কলকাতায় সিটি অর্গানাইজার পদে ৩২ জনকে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- আগামী ১৭ অগাস্টের মধ্যে চাকরিপ্রার্থীকে এই আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে ১২ বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
কোথায় নিয়োগ- চাকরিপ্রার্থীদের বাছাই পর্ব শেষ হলে নিযুক্তদের কলকাতাতেই কাজ করতে হবে।
কী বিষয়ে কাজ- একবার নিযুক্ত হলে প্রার্থীদের অ্যাডমিনিন্ট্রেশন ছাড়াও অন্যান্য বিভাগে কাজ করতে হবে।
অভিজ্ঞতা-আবেদনকারীর ৩-৫ বছর কমিউনিটি বা সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরিপ্রার্থীর কম্পিউটার জ্ঞান যথা মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল জানা থাকলে অগ্রাধিকার পাবেন।
এই পদে বেতন কাঠামো- একবার নিযুক্ত হলে চাকরিপ্রার্থী প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন পাবেন।
আবেদনকারীর বয়সসীমা- সিটি অর্গানাইজার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তবে ৪০ ঊর্ধ্বের ব্যক্তি এই পদে আবেদন করতে পারবেন না।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন ?
ভাইভা বা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করবে কর্তৃপক্ষ।
কীভাবে এই পদের জন্য আবেদন করবেন ?
ইচ্ছুক প্রার্থীদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.kmcgov.in)-এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদন সম্পর্কিত সব নথি একসঙ্গে Department of Social Welfare & Urban Poverty Alleviation 1, Hogg Street, Top Floor, Kolkata - 700087-এই ঠিকানায় ড্রপ বক্সে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অগাস্ট। এ বিষয়ে বিস্তারিত জানতে কেএমসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীকে।
Education Loan Information:
Calculate Education Loan EMI