(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Port Trust-এ নিয়োগের বিজ্ঞপ্তি, এই যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন
Kolkata Port Trust Recruitment: শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া ডকের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
কলকাতা: কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) মেরিন অপারেশন ডিভিশনে ড্রাফটসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
Kolkata Port Trust Recruitment: শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া ডকের জন্য এই বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।মাত্র একটি পদেই ড্রাফটসম্যান নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান নেভির হাইড্রোগ্রাফিক সেকশনে কাজের অভিজ্ঞতা আছে এমন প্রাক্তন নৌবিহিনীর কর্মীরা এখানে আবেদন করতে পারবেন। একইভাবে ইন্ডিয়ান আর্মির ল্যান্ড সার্ভেয়ারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতার নিরিখে হবে প্রার্থী নির্বাচন।
DRAFTSMAN – 01 Post
Kolkata Port Trust Recruitment: বয়স সীমা
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া ডকের ড্রাফটম্যান পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ২৫-৪০ বছরের মধ্যে হতে হবে।পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এইনিয়োগ।
Kolkata Port Trust Recruitment: প্রার্থী বাছাই
আবেদনকারীদের এই পদে চাকরি পেতে নির্দিষ্ট যোগ্যতা পরীক্ষার পাশাপাশি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের লিখিত উত্তর দিতে হবে। এই পরীক্ষার দিন, সময় ও পরীক্ষাকেন্দ্রের বিষয়ে https://www.kolkataporttrust.gov.in-এ জানিয়ে দেবে কর্তৃপক্ষ। এই বিষয়ে বিশদে জানতে এই অফিশিয়াল ওয়েবসাইটেই যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীদের।
Kolkata Port Trust Recruitment: কীভাবে আবেদন করবেন ?
আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের খামে “APPLICATION FOR CONTRACTUAL ENGAGEMENT OF DRAFTSMAN UNDER M.O. DIVISION, HDC” লিখে পাঠাতে হবে। খামের মধ্যে নিজের শিক্ষাগত যোগ্যতা, কাস্ট ও অভিজ্ঞতার শংসাপত্র প্রামাণ্য নথি হিসাবে পাঠাতে হবে চাকরিপ্রার্থীকে। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে Office of Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower Building, P.O.: Haldia Township, Dist.: Purba Medinipur, W.B. Pin.: 721607 এই ঠিকানায় পৌঁছতে হবে আবেদনপত্র।
Official website of Shyama Prasad Mookerjee Port, Kolkata, Haldia Dock Complex — https://www.kolkataporttrust.gov.in
আরও পড়ুন : Ration Aadhaar link: ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক, জানুন কীভাবে ?
আরও পড়ুন : Eastern Railway Recruitment: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI