এক্সপ্লোর

Madhyamik Exam 2023: নজর থাকুক নির্দেশাবলীতে, সংক্ষিপ্ত লেখার অভ্যাসে জোর, মাধ্যমিকে ইংরেজির বিশেষ টিপস

Madhyamik Parikhsha:মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে আরও একটু সুবিধা করে দিতেই এবিপি লাইভ এনেছে পাঠশালা লাইভ।

কলকাতা: এগিয়ে আসছে জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhyamik 2023)। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। আর এই মুহূর্তে কিছু বিশেষ টিপস পরীক্ষার্থীদের সহায় হয়। সেই কথা ভেবেই মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে আরও একটু সুবিধা করে দিতে এবিপি লাইভ এনেছে পাঠশালা লাইভ। মাধ্যমিকে ইংরেজি পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন খুঁটিনাটি নজরে রাখতে হবে, তা অত্যন্ত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন পাঠভবনের ইংরেজির শিক্ষিকা পূজা রায়।

এই বছর থেকে পুরো সিলেবাসে পরীক্ষা

করোনা আবহে গত বছর পর্যন্ত কমানো হয়েছিল সিলেবাসের পরিমাণ। তবে এই বছর ফের পুরো সিলেবাসে পরীক্ষা। প্রশ্নপত্রের নির্দেশাবলী (instructions) খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি পরীক্ষা বুকলেটে (booklet) দিতে হয়। জীবনের প্রথম বড় পরীক্ষা তাই প্রথম পাতার নির্দেশগুলো মাথায় রাখা প্রয়োজন। সংক্ষিপ্ত উত্তর ও যেটুকু প্রয়োজন ততটুকুই উত্তর লিখতে হবে। 'সিন প্যাসেজ'-এর ক্ষেত্রেও একই কথা মাথায় রাখতে হবে। অতিরিক্ত লেখার কোনও দরকার নেই। বানানের দিকে বিশেষ নজর দিতে হবে, পরিষ্কার খাতা জমা দিতে হবে। নয়তো যিনি খাতা চেক করছেন তিনি পড়তে না পারলে নম্বর কমে যেতে পারে।

প্রশ্নের ভাগ ও নম্বর বিভাজন

প্রথম ভাগের দুটি অংশ। একটি 'সিন কম্প্রিহেনশন' (Seen Comprehension) আর একটি 'আনসিন' (Unseen Comprehension)। 'সিন'-এর ক্ষেত্রে ১২ নম্বর থাকে সিলেবাসের 'প্রোজ' (prose) বা গদ্য থেকে। ৮ নম্বর থাকে সিলেবাসের 'পোয়েম' (poem) বা পদ্য থেকে। এছাড়া 'আনসিন' থাকে ২০ নম্বরের। অর্থাৎ মোট ৪০ নম্বর।

দ্বিতীয় ভাগে থাকে 'গ্রামার অ্যান্ড ভোকাবুলারি' (Grammar and Vocabulary) অর্থাৎ ব্যাকরণ। এতেও থাকে ২০ নম্বর। তৃতীয় ভাগ 'রাইটিং স্কিল' (Writing Skill)। এতে তিনটে 'রাইটিং' থাকে, প্রত্যেকটা ১০ নম্বর করে। মোট ৩০। অর্থাৎ মোট প্রশ্নপত্র ৯০ নম্বরের।

'সিন কম্প্রিহেনশন'

'প্রোজ' বা গদ্য:

আগের কয়েক বছরের প্রশ্নপত্র দেখে ও আমার অভিজ্ঞতা অনুযায়ী, এই বছর 'পাসিং অ্যাওয়ে অফ বাপু' চ্যাপ্টারে একটু বেশি নজর দিলে ভাল হয়। এই গল্পটি শেষ ২০১৮-র মাধ্যমিকে এসেছিল। তার মানে বাকি চ্যাপ্টার পড়বে না, এমন একেবারেই নয়। 

গদ্য থেকে ৫টি ছোটপ্রশ্ন অর্থাৎ MCQ থাকে। 'সিন প্যাসেজ' অর্থাৎ চোখের সামনেই গদ্যাংশ থাকবে। এক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা শব্দের মানে জানা খুব জরুরি। তবেই অপশনের সঙ্গে মিল খুঁজে উত্তর দিতে পারবে। আসতে পারে 'ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস' (fill in the blanks) অর্থাৎ শূন্যস্থান পূরণও। ঠিক উত্তর দিতে পারলে ছাঁকা নম্বর আসে। 

এরপর এর দ্বিতীয় ভাগ। টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্য পূরণ করতে হয়। ৩টি বাক্যের ৩ নম্বর। আবারও চ্যাপ্টারে ফিরে গিয়ে ভাল করে পড়ে সেখান থেকে উত্তর খুঁজে লিখতে হবে। চেষ্টা করবে নিজের ভাষায় লেখার। তবে যেটুকু প্রয়োজন সেটুকুই লিখবে। 

এরপর তৃতীয় ভাগ। তাতে থাকতে পারে 'ট্রু অর ফল্স' (True or False) লেখার, সঙ্গে 'সাপোর্টিং স্টেটমেন্ট' (Supporting Statement)। এগুলো চ্যাপ্টারের পিছন দিকে এই সমস্ত এক্সারসাইজ থাকে, সেগুলো অবশ্যই অভ্যাস করতে হবে নিয়মিত। এতে একেকটা প্রশ্নে ২ নম্বর করে থাকে। সিন প্যাসেজ থেকেই উত্তর পাওয়া যাবে। 'সাপোর্টিং স্টেটমেন্ট' একেবারেই মন থেকে লিখব না। প্যাসেজ থেকেই সঠিক বাক্য তুলে লিখব। গল্প থেকেই যেহেতু হুবহু বাক্যটা তুলে লিখছি তাই সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখার চেষ্টা করব। 'ট্রু' বা 'ফল্স' এই উত্তরটাই যদি ভুল লেখা হয়, তাহলে 'সাপোর্টিং স্টেটমেন্ট' ঠিক লিখলেও নম্বর মিলবে না। এছাড়া তৃতীয় ভাগ চার্ট আকারেও আসতে পারে। অর্থাৎ 'স্টেটমেন্ট' ও 'রিজন' বা 'কজ' ও 'এফেক্ট' মানে 'কারণ' ও 'ফলাফল'। যে কোনও একটা অংশ বলা থাকবে, তার উল্টোটা বলতে হবে। 'রিজন'-কে যদি 'অ্যাজ' বা 'বিকজ' দিয়ে যদি মাথায় ভাবো, তাহলে সহজেই 'স্টেটমেন্ট' খুঁজে পাওয়া যাবে। গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কম। 

'পোয়েম' বা পদ্য:

আবারও অভিজ্ঞতা থেকে বলছি 'সি ফিভার' কবিতাটা একটু ভাল করে দেখে নিতে হবে। এছাড়াও নজরে রাখতে হবে 'মাই ওন ট্রু ফ্যামিলি'। আবারও বলছি, এর মানে অন্য কবিতাগুলো পড়বে না তা নয়। 

পদ্য থেকে ৪টি ছোটপ্রশ্ন অর্থাৎ MCQ থাকে। প্রত্যেকটা ১ নম্বর করে। এক্ষেত্রেও ফিরে যেতে হবে কবিতায়। সেখানেই মিলবে উত্তর। 

এরপরের ভাগে থাকতে পারে 'নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও' বা 'ট্রু অ্যান্ড ফল্স' আগে না এসে থাকলে এখানে দিতে পারে। এই কয়েকটা ফরম্যাটেই ঘোরাফেরা করতে পারে। প্রশ্নের উত্তর মিলবে 'সিন প্যাসেজ'-এর মধ্যেই। বারবার পড়লেই পাওয়া যাবে। তবে কবিতার ভাষা পড়ে পুরো বাক্যে উত্তর দিতে হবে। প্রত্যেকটা পয়েন্ট যেন তাতে থাকে, সেটা মাথায় রাখতে হবে। সম্পূর্ণ ও সঠিক বাক্য গঠনের ওপর নম্বর নির্ভর করে। 

'আনসিন কম্প্রিহেনশন'

সাধারণত এই বিভাগে কোনও নিউজপেপার আর্টিকল বা রচনা (essay) থাকে প্যাসেজ হিসেবে। সেটা বারবার পড়বে। 'কম্প্রিহেনশন' কথার অর্থ 'আন্ডারস্ট্যান্ডিং' অর্থাৎ বোঝার ওপর নম্বর। বুঝতে হবে। অনেকে ইংরেজি দেখে ভাবতে পারো যে বোঝার দরকার নেই বা বুঝতে পারব না। সেটা কিন্তু ভুল মনোভাব। দুবার, তিনবার প্যাসেজটা পড়লেই সেটা কিন্তু তোমার আয়ত্তে আসবে। আর প্যাসেজ যত ধরা দেবে, তত ভাল উত্তর দিতে পারবে। প্যাসেজ ধরা দেবেই, তাকে বারবার পড়তে হবে। 

এখানেও ছোট প্রশ্ন অর্থাৎ MCQ থাকে, ৬টা। মূলত তথ্যভিত্তিক। প্যাসেজ পড়লেই সমস্ত উত্তর পাওয়া যাবে। দ্বিতীয় ভাগে 'ট্রু অর ফল্স'। তিনটে প্রশ্ন দুই নম্বর করে, মোট ৬। এগুলো সঠিকভাবে লিখতে পারলে ছাঁকা নম্বর ওঠে। এছাড়া থাকে প্রশ্নোত্তর। ৪টে প্রশ্ন ২ নম্বর করে। সেগুলোও প্যাসেজ থেকে আসে। খুব যে মন থেকে উত্তর লিখতে হয় তা নয়। এতে ৮ নম্বর। ভাল করে লিখতে অনেকটা নম্বর উঠে আসবে।

'গ্রামার অ্যান্ড ভোকাবুলারি'

এতে প্রথম যেটা থাকে তা হল 'verb'-এর সঠিক ব্যবহার। এতে থাকে ৩ নম্বর। 'subject verb agreement', কোন 'subject'-এর সঙ্গে 'verb'-এর কোন 'tense', কোন 'number' বসবে সেগুলো। গ্রামার পুরোটাই প্র্যাক্টিসের ওপর নির্ভর করে। যত অভ্যাস করবে, যত টেস্ট পেপার সলভ করবে, তত উপকার হবে। যত লিখবে তত উন্নতি করবে। অভ্যাস করলে অভাবনীয় ফল মেলে গ্রামারে। এছাড়া আরও একটা জিনিস অভ্যাস করবে, 'use of tense'। কখন 'has burnt', কখন 'burning' ব্যবহার করতে হবে সেগুলো যে প্যাসেজ দেওয়া থাকে 'গ্রামার'-এ সেটা দু-তিনবার পড়লেই কোন সময় নির্দেশ করছে বুঝতে পারা যাবে। 

এরপর থাকে 'articles and prepositions'। 'Articles' মানে 'a', 'an', 'the' আর 'prepositions' তো অনেকগুলো হয়। আবারও একই কথা বলার, যত প্র্যাক্টিস করবে তত ভাল ফল পাবে। এতেও থাকে ৩ নম্বর।

এরপর থাকে তিনটে বাক্য। 'Transformation of sentences'। সাধারণত 'Voice Change', 'Direct Indirect Speech', 'Clause', 'Simple Complex Sentence' ইত্যাদি থাকে। যে কোনও ব্যকরণ বইয়ে এগুলো থাকে। 

তৃতীয় ভাগে থাকে 'Phrasal Verbs' বা 'Group Verbs'। এতেও থাকে ৩ নম্বর। তিনটে বাক্যের জন্য উত্তর বেছে নেওয়ার তালিকা থাকে। মনে রাখবে, যে 'Phrasal Verb' বেছে নিচ্ছ, বাক্যের 'tense' অনুযায়ী, তারও 'tense' বদলাবে। নয়তো অর্ধেক নম্বর কাটা যায়। 

এই বিভাগের চতুর্থ অংশের জন্য ফিরে যেতে হবে 'আনসিন' প্যাসেজে। এই অংশে চারটে শব্দ বা মানে দেওয়া থাকে। এর চারটে সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে 'আনসিন' প্যাসেজ থেকে। এখানে নম্বর তোলার সাংঘাতিক একটা সুযোগ থাকে। একেকটা শব্দের জন্য ২ নম্বর করে মোট ৮ নম্বর তোলা যায়। সবাই সব শব্দের মানে নাই জানতে পারে, কিন্তু বারবার প্যাসেজটা পড়লে অনুমান কাজ করে। তখন কোনও বাক্য পড়ে বোঝা যায় যে কোন শব্দের কোনটা মানে। ভয় পেয়ে শব্দ খুঁজলাম না, এটা করবে না। এক্ষেত্রে মাথায় রাখবে, যে শব্দ প্যাসেজ থেকে বেছে নিচ্ছ, আর যে শব্দ দেওয়া আছে প্রশ্নে তার সঙ্গে মিলিয়ে 'tense' বদলে নিতে হবে। 

'রাইটিং স্কিল'

প্রত্যেকটা 'রাইটিং' ১০ নম্বর করে, তিনটে প্রশ্নের জন্য মোট ৩০। এক্ষেত্রেও গত কয়েক বছরের প্রশ্নপত্র ঘেঁটে ও অভিজ্ঞতা থেকে বলছি, 'newspaper report writing' একটু বেশি করে প্র্যাক্টিস করলে ভাল। ২০২২ সালে 'notice writing' এসেছে, এই বছর তাই 'newspaper report writing' বেশি প্র্যাক্টিস করলে ভাল তার মানে অবশ্যই 'notice writing'  একেবারেই দেখব না তা নয়। 'নিউজপেপার রিপোর্ট'-এর ফরম্যাট দেওয়া আছে নবম শ্রেণির 'ব্লিস'-এর 'টম লুজেজ এ টুথ' চ্যাপ্টারের পিছনে। বোর্ডের বইতে দেওয়া ফরম্যাট অনুসরণ করতে হবে। 'টাইটেল' বা শিরোনাম দিতেই হবে। এতে নম্বর আছে। ডানদিকের ওপরে বা নিচে 'by a staff reporter' লিখতেই হবে। জায়গার নাম দিয়ে শুরু হবে, তারপর তারিখ। প্রথম বাক্যে what, when, where উল্লেখ করবে। কী হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে। শব্দ সংখ্যা মাথায় রাখতে হবে। এরপর বাকি লেখাটা দিয়ে দেওয়া 'hints' অনুসরণ করে চলবে। এক্ষেত্রে verb-এর past ও present form ব্যবহার করবে। 

কী ধরণের বিষয় প্র্যাকটিস করবে? Accident বা দুর্ঘটনা, Fire মানে কোথাও আগুন লেগে গেছে, natural calamity অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, theft, burglary ইত্যাদি। ফরম্যাটে নম্বর থাকে। কোন পয়েন্ট কীভাবে নিজের বুদ্ধি দিয়ে পরপর সাজাচ্ছ তার ওপরও নম্বর থাকে। এবং অবশ্যই বিষয়টা বুঝে রিপোর্ট লিখছ কি না সেটা গুরুত্বপূর্ণ। 

দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে 'process writing', 'paragraph writing', 'biography writing', এই তিনটে একটু নজরে রাখলে ভাল। আগেরবার 'story writing' এসে গেছে। প্রথমেই 'paragraph writing'-এর কথা বলি। 'Title' দিতেই হবে, নম্বর থাকে। 'Hints' দেওয়া থাকে। প্যারাগ্রাফ মানে কিন্তু একটা অনুচ্ছেদেই লেখা হবে, একের বেশি হলে নম্বর কাটা যেতে পারে। এরপর 'process writing'-এও 'title' থাকবে। এক্ষেত্রে পয়েন্ট দেওয়া থাকে, সেটা ধরেই লিখতে হয়। শুরুতে একটা সহজ 'introduction' থাকবে। প্রত্যেকটা বাক্য 'linkers' ও কমা দিয়ে যোগ হবে। এক্ষেত্রে সব 'present passive tense' ব্যবহার করতে হবে। অর্থাৎ 'is' বা 'are' এবং তারপর 'passive voice'-এ যে 'tense' লিখি সেটা ব্যবহার হবে। প্রত্যেকটা পয়েন্ট লিখতে হবে। এরপর 'biography writing', এর ক্ষেত্রেও সব পয়েন্ট দেওয়া থাকে। পরপর সেগুলো সময় অনুযায়ী সাজিয়ে দিতে হবে। যদি কোনও বিখ্যাত ব্যক্তির বায়োগ্রাফি হয়, তাহলে প্রথম জন্ম, তারপর শিক্ষা, কর্মজীবন, তারপর মৃত্যু এভাবে সাজাতে হবে। যেন সঠিক লজিক থাকে। 

খুব সাবধানে, একটা ব্যাপার মাথায় রাখতে হবে, অনেক সময়, প্যারাগ্রাফ রাইটিং কিন্তু বায়োগ্রাফি বা প্রসেসের সঙ্গে 'combine' হয়ে আসতে পারে। যেমন, 'draft the process within a paragraph'। সেখানে কিন্তু কিন্তু প্রসেস আর প্যারাগ্রাফ একত্রিত হয়ে গেল। এবার এক্ষেত্রে 'process'টা দু-তিনটে paragraph-এ করা যাবে না। তাই আবারও এক কথা, নির্দেশ বা প্রশ্ন ভাল করে পড়তে হবে। 

আরও পড়ুন: Madhyamik Exam 2023: খুঁটিয়ে পড়তে হবে বই, সময় বিভাজনে জোর বাংলায়, সাহিত্য ও ব্যাকরণকে সমান গুরুত্ব মাধ্যমিকে

তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে, আমি বলব এবারে একটু বেশি নজর রাখতে হবে 'formal letters' ও 'editorial letters'-এ। দশম শ্রেণির বোর্ডের বইয়ে 'Fathers Help' চ্যাপ্টারের পিছনে 'editorial letters'-এর ফরম্যাট পাওয়া যাবে। মাথায় রাখবে সব 'formal letters'-এর সঙ্গে 'envelope' থাকবে। খাম আঁকবে অবশ্যই, যাঁকে চিঠি পাঠাচ্ছ তাঁর ঠিকানা সেখানে হবে।  বাকি যে ধরণের 'formal letters' হয় তার ফরম্যাট পেয়ে যাবে নবম শ্রেণির 'ব্লিস'-এ 'A Day In A Zoo' চ্যাপ্টারের পিছনে। সেটা ফলো করতে হবে। প্রশ্ন অনুযায়ী ঠিকানাটা বদলে যেতে থাকবে। চিঠির ভাষা বা কায়দা একরকম থাকবে। বিষয় অনুযায়ী লেখা বদলে যাবে। ফরম্যাট ও কনটেন্টের ওপর নম্বর থাকে আলাদা। কিন্তু ফরম্যাট লিখে যদি কনটেন্ট কিছুই না লেখা হয় তাহলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update:  আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
Puri Jagannath Rath Yatra:   জগন্নাথ ধামের রত্নভাণ্ডারে আড়ালে কী রহস্য? চাবি না মিললে ভাঙা হবে তালা, জানাল কমিটি
রহস্যে মোড়া পুরীর জগন্নাথ ধামের রত্নভাণ্ডার, সত্যিই আছে বৈদুর্য, নীলকণ্ঠমণি ? খোলার দিনক্ষণ জানা যাবে আজই
IND vs ZIM 1st T20 Live: হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
Hooghly Mahesh Rath Yatra 2024 : এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
Advertisement
ABP Premium

ভিডিও

Eastern Railway: হাওড়া-দিল্লি রুটে আরও দ্রুততার সঙ্গে ট্রেন চালাতে বিশেষ ব্য়বস্থা পূর্ব রেলেরTarapith Rath Yatra:তারাপীঠের রথযাত্রায় রথে চড়ে পরিক্রমায় বেরোন মা তারা,ভক্তরা কেমন আছে, ঘুরে দেখেনMahesh Rath Yatra 2024 : মাহেশে জগন্নাথ দেবের নবযৌবন সাজ, জ্বর থেকে সেরে উঠেই অলঙ্কারে সুসজ্জিতFilmstar: ব্রেকআপ টিপসে কে বোঝালেন ঝুটো প্রেমের হাল? কোন কথাতে কোন তারকা হলেন ভাইরাল? দেখুন...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update:  আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
আগামীকাল দক্ষিণবঙ্গের ৮ জেলায় হলুদ সতর্কতা, কেমন আবহাওয়া থাকবে রথযাত্রার সকালে ?
Puri Jagannath Rath Yatra:   জগন্নাথ ধামের রত্নভাণ্ডারে আড়ালে কী রহস্য? চাবি না মিললে ভাঙা হবে তালা, জানাল কমিটি
রহস্যে মোড়া পুরীর জগন্নাথ ধামের রত্নভাণ্ডার, সত্যিই আছে বৈদুর্য, নীলকণ্ঠমণি ? খোলার দিনক্ষণ জানা যাবে আজই
IND vs ZIM 1st T20 Live: হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
হারারেতে হারাকিরি, জ়িম্বাবোয়ের কাছে ১৩ রানে হার ভারতের, সেলিব্রেশনের ২ দিনের মধ্যে লজ্জা
Hooghly Mahesh Rath Yatra 2024 : এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?
Rahul Gandhi Stock:  এই কোম্পানিতে রাহুল গাঁধীর শেয়ার ২০ গুণ বেড়েছে, এখনও ইনভেস্টের সময় আছে ?
এই কোম্পানিতে রাহুল গাঁধীর শেয়ার ২০ গুণ বেড়েছে, এখনও ইনভেস্টের সময় আছে ?
Hathras stampede: হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা' , ঘটনার দায় নিলেন কাঁধে?
হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা', ঘটনার দায় নিলেন কাঁধে?
Budget 2024: বাজেটের জন্য অপেক্ষা করছেন ? কী কী ঘোষণা হতে পারে, রইল সম্ভাব্য তালিকা
বাজেটের জন্য অপেক্ষা করছেন ? কী কী ঘোষণা হতে পারে, রইল সম্ভাব্য তালিকা
Jio Unchanged Recharge Plans: দাম বাড়ল না Jio-র এই রিচার্জ প্ল্যানগুলির, কী বদল আনা হল তবে ?
দাম বাড়ল না Jio-র এই রিচার্জ প্ল্যানগুলির, কী বদল আনা হল তবে ?
Embed widget