Madhyamik Result 2025:'মা-বাবার স্বপ্নপূরণ হল, কেঁদে ফেলেছিলাম রেজাল্ট দেখে', মাধ্যমিকে প্রথম আদৃত সরকার দিল ভাল নম্বর পাওয়ার 'টিপস'
West Bengal Madhyamik Result: আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদৃত জানাল বেশ কিছু টিপস। সে বলে, 'বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে।'

কলকাতা: আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুল আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৬। মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে কেমন লাগছে তার?
এবিপি আনন্দকে আদৃত সরকার বলেন, 'পরীক্ষায় ভাল করব এটা জানতাম। ভেবেছিলাম যে প্রথমে থাকব। তবে রাজ্যে প্রথম হব এটা ভাবিনি। রেজাল্টটা দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর যা পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। বাঁধা ধরা সময়ের রুটিন ছিল না। তবে প্রতিদিনই পড়েছি যতটুকু ইচ্ছে করত। নিয়মিত পড়াশুনো চালিয়ে গেছি। বাবা, মা, দিদি, শিক্ষকরা সবসময় পাশে ছিল। সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়েই পড়াশোনা করব আগামী দিনে। গান সিনেমার থেকে সাহিত্যর প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে ৮ থেকে ১০ ঘণ্টা টানা পড়তাম।'
আগামী দিনে পরীক্ষার্থীদের জন্য আদৃত জানাল বেশ কিছু টিপস। সে বলে, 'বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে। বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে।'
এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন বেশি। এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হল। পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৭.২৬ শতাংশ বেশি।
এবছর পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। এই জেলায় পাশের হার ৯৬.০৯ শতাংশ। পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা। এখানে পাশের হার ৯২.৩০ শতাংশ। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯০.৫২ শতাংশ। রাজ্যে মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ।
অনলাইনে অর্থাৎ অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল। ক্লিক করতে হবে wb10.abplive.com-এ।দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। তাহলেই এইরকম ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে।
Education Loan Information:
Calculate Education Loan EMI























