RBI Recruitment 2024: রিজার্ভ ব্যাঙ্কের চাকরির পরীক্ষা দেবেন ? কবে হবে পরীক্ষা ?
RBI Grade B Recruitment: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গ্রেড বি অফিসার হিসেবে মূলত গ্রেড বি বিভাগে নিয়োগ করতে চাইছে। সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে মার্চ মাসের মধ্যেই।
RBI Jobs: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে চাকরি করতে চান ? আপনার জন্য সুযোগ আসছে শীঘ্রই। রিজার্ভ ব্যাঙ্কে নিয়োগ হবে গ্রেড বি অফিসার পদে। এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এই মাসের মধ্যেই। অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই প্রকাশ পাবে বিজ্ঞপ্তি। আগ্রহী পরীক্ষার্থীরা রিজার্ভ ব্যাঙ্কের (RBI Recruitment 2024) অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখলেই এই বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে পারবেন। পরীক্ষা কবে হতে পারে ? পরীক্ষা পদ্ধতিই বা কীরকম হবে ?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গ্রেড বি অফিসার হিসেবে মূলত গ্রুপ বি (জেনারেল), গ্রুপ বি (ডিইপিআর) এবং গ্রুপ বি (ডিএসআইএম) এই তিনটি বিভাগে নিয়োগ করতে চাইছে। সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে মার্চ মাসের মধ্যেই। যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষার (RBI Recruitment 2024) জন্য প্রস্তুতি নিয়েছেন বা নেবেন বলে ভাবছেন তাঁদের জানা উচিত এই পরীক্ষার যোগ্যতার মাপকাঠি কী থাকে, নির্বাচন কীভাবে হয় কিংবা আবেদন ফি কত দিতে হয় ইত্যাদি সমস্ত তথ্য।
মূলত রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in-এ গেলেই এই বিজ্ঞপ্তি দেখতে পাবেন আগ্রহী প্রার্থীরা, তবে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি। মূলত তিনটি পর্যায়ে এই পদে নিয়োগ করে RBI। ফেজ ওয়ান ও ফেজ টু-তে দুটি পদে নিখিত পরীক্ষা এবং তারপর থাকে ইন্টারভিউ। মূলত ইংরেজি ভাষাতেই হয় এই পরীক্ষা।
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। অনলাইনেই করতে হবে আবেদন।
নির্বাচিত প্রার্থীরা এই পদে কাজের জন্য মাসিক ন্যূনতম ৫৫,২০০ টাকা বেতন পাবেন।
পরীক্ষার (RBI Recruitment 2024) জন্য আবেদনের ফি হিসেবে অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ১৮ শতাংশ জিএসটি।
জানা গিয়েছে মোট ২৯১টি শূন্যপদে এবার নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রেড বি (জেনারেল)-এর জন্য থাকছে ২২২টি শূন্যপদ আর বাকি DEPR ও DSIM-এর জন্য থাকছে যথাক্রমে ৩৮টি ও ৩১টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে রিজার্ভ ব্যাঙ্কে কাজের জন্য প্রার্থীকে স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। একইসঙ্গে দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষাতেও একই নম্বর পেয়ে থাকতে হবে।
অসংরক্ষিত প্রার্থীরা সর্বমোট ৬বার এই একই পদের জন্য পরীক্ষা দিতে পারবেন। অন্যদিকে অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে এরকম কোনও সীমা নেই।
আরও পড়ুন: UPSC Success Story: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?
Education Loan Information:
Calculate Education Loan EMI