NCERT Recruitment 2025: লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে NCERT-তে, মাসিক বেতন ৬০ হাজার- কারা যোগ্য ?
Recruitment News: জানা গিয়েছে এই সংস্থায় (NCERT Recruitment 2025) নির্বাচিত প্রার্থীদের দিনে ২৫০০ টাকা করে দেওয় হবে সাম্মানিক এবং তিনি মাসে ২৪ দিন কাজের সুযোগ পাবেন।

Job News: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে এনসিআরটি সংস্থা বিপুল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনেকগুলি শূন্যপদ (NCERT Recruitment 2025) রয়েছে এই সংস্থায় যার মধ্যে রয়েছে অ্যাঙ্কর, গ্রাফিক ডিজাইনার, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, ভিডিয়ো এডিটর, সাউন্ড রেকর্ডিস্ট, ক্যামেরাপার্সন ইত্যাদি নানা পদ। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে পারবেন।
কত পাবেন বেতন
জানা গিয়েছে এই সংস্থায় (NCERT Recruitment 2025) নির্বাচিত প্রার্থীদের দিনে ২৫০০ টাকা করে দেওয় হবে সাম্মানিক এবং তিনি মাসে ২৪ দিন কাজের সুযোগ পাবেন। অর্থাৎ তার বেতন হবে ৬০ হাজার টাকা। এর জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। তবে এই নিয়োগ কোনও স্থায়ী চাকরি নয়, সাময়িক চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে।
ইন্টারভিউর দিন
এই সমস্ত পদগুলির জন্য নিয়োগের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। নয়াদিল্লির এনসিআরটির সদর অফিসে সকাল ৯টার মধ্যে এই নিয়োগের জন্য ইন্টারভিউতে উপস্থিত হতে হবে প্রার্থীদের। একেকটি পদের (NCERT Recruitment 2025) জন্য একেকদিন ইন্টারভিউ রয়েছে। জেনে নিন বিস্তারিত।
অ্যাঙ্কর – ১৭ মার্চ ২০২৫
প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট (ভিডিও এবং অডিও) – ১৮ মার্চ ২০২৫
ভিডিয়ো এডিটর – ১৯ মার্চ ২০২৫
সাউন্ড রেকর্ডিস্ট – ২০ মার্চ ২০২৫
ক্যামেরা পার্সন – ২১ মার্চ ২০২৫
গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট / আর্টিস্ট – ২২ মার্চ ২০২৫
অফিসিয়াল নোটিফিকেশনে এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'এই ইন্টারভিউতে যে সমস্ত প্রার্থীরা আসবেন তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, লিখিত বা প্রকাশিত কাজের নমুনা দেখাতে হবে। এর মধ্যে রয়েছে শিল্পকর্ম, মাল্টিমিডিয়া, গ্রাফিক্স, ডিজিটাল বুক, অ্যানিমেশন, এডিটিং, জার্নাল, অনুবাদমূলক কাজকর্ম, পোর্টাল লিঙ্ক, মোবাইল অ্যাপ স্টোর ইত্যাদি।
বয়সসীমা
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থায় উল্লিখিত পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে। আর এখানেই বলে রাখা দরকার যে ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য কোনও ট্রাভেলিং অ্যালাউয়েন্স বা ডিয়ারনেস অ্যালাউয়েন্স দেওয়া হবে না প্রার্থীদের।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন: Recruitment News: ২০ হাজার পদে পুলিশ কনস্টেবল নিয়োগ করছে এই রাজ্য, আবেদন করতে পারবেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI






















