![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SAI Jobs 2022: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, ৫০টি পদে হবে নিয়োগ
SAI Recruitment 2022: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
![SAI Jobs 2022: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, ৫০টি পদে হবে নিয়োগ sai-jobs-2022-sports-authority-of-india-jobs-2022-sai-recruitment-2022 SAI Jobs 2022: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, ৫০টি পদে হবে নিয়োগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/17/5dd9a7d52979a6be410fd3d9135f63bf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
SAI Recruitment 2022: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে চাইলে 12 মে 2022-এর মধ্যে সাই-এর অফিশিয়াল ওয়েবসাইট sportsauthorityofindia.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন।
SAI Jobs 2022: মোট কতগুলি পদে নিয়োগ
এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ৫০টি পদে নিয়োগ করবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। গত 27 এপ্রিল 2022 থেকে শুরু হয়েছিল আবেদনের প্রক্রিয়া।
SAI Recruitment 2022: যোগ্যতার মানদণ্ড
এই পদে আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আবেদনটি অবশ্যই যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদই করতে পারবেন।
SAI Jobs 2022: কীভাবে হবে প্রার্থী বাছাই
সাক্ষাৎকারের ভিত্তিতে এই পদেগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। সেখানেই নিয়োগের বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন।
SAI Recruitment 2022: নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ আছে
আবেদনের শুরুর তারিখ - 27 এপ্রিল 2022।
আবেদনের শেষ তারিখ - 12 মে 2022।
SAI Jobs 2022: কীভাবে আবেদন করবেন ?
১ এই পদে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদের প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট sportsauthorityofindia.nic.in দেখুন।
২ পরে হোম পেজে দেওয়া সর্বশেষ আপডেটের বিভাগে যান।
৩ এবার Jobs এ ক্লিক করুন। এখন এখানে প্রার্থীকে SAI এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৪ এখানে প্রার্থীকে নিজের সম্পর্কে তথ্য পূরণ করতে হবে।
৫ শেষে প্রয়োজনীয় নথি আপলোড করুন ও জমা দিন।
পারলে জমা দেওয়া ফর্মের একটি কপি নিজের কাছে রেখে দেবেন। এটা পরে প্রামাণ্য নথি হিসাবে কাজে লাগতে পারে।
আরও পড়ুন : Google bans: প্লে-স্টোরে কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করল গুগল, আপনার ফোনের কী হবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)