Google bans: প্লে-স্টোরে কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করল গুগল, আপনার ফোনের কী হবে ?
Google banning call recording apps: কোম্পানির নতুন নীতি মেনে এবার গুগল প্লে-স্টোরে সব কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করল গুগল। 11 মে, আজ থেকে গুগল প্লে স্টোরে আর পাওয়া যাবে না এই অ্যাপগুলি।
Google banning call recording apps: কোম্পানির নতুন নীতি মেনে এবার গুগল প্লে-স্টোরে সব কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করল গুগল। 11 মে, আজ থেকে গুগল প্লে স্টোরে আর পাওয়া যাবে না এই অ্যাপগুলি। তাহলে আপনার ফোনের কল রেকর্ডিংয়ের কী হবে ?
Google call recording ban: কারা পড়বেন অসুবিধায় ?
সবথেকে বড় বিষয় গুগলের এই কল রেকর্ডিং অ্যাপে নিষেধাজ্ঞা কেবল প্ল-স্টোরের জন্য। তাই প্লে-স্টোরে কোনও কল রেকর্ডিং অ্যাপ থাকলে তা ব্লক হয়ে যাব। এরকমও হতে পারে গুগল নিজেই তা সরিয়ে দিতে পারে। তবে এই নিয়ে ভাবনা নেই Samsung, Redmi, Xiaomi, Vivo, Oppo, Poco, Realme, OnePlus ও Tecno-র মতো ব্র্যান্ডের স্মার্টফোনের। যে
ফোনগুলিতে ইনবিল্ট কল রেকর্ডিং বৈশিষ্ট্য রয়েছে, এতে তাদের কোনও সমস্যা হবে না। তবে যারা কেবল কল রেকর্ডিং অ্যাপের মাধ্যমে এই কাজ করেন সমস্যায় পড়বেন তারা।
Google call recording ban: গুগল পিক্সেল ফোনের কী হবে ?
বেশ কিছুদিন ধরেই ধাপে ধাপে API হটানোর কাজ শুরু করেছে গুগল। তবে থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপগুলি সরালেও Google Pixel, Xiaomi-সংশ্লিষ্ট ব্র্যান্ডের ফোনের নিজেদের তৈরি অ্যাপে কোনও কাটছাঁট করা হবে না। বেশ কিছু দিন ধরেই ধাপে ধাপে API হটানোর কাজ শুরু করেছে গুগল। গ্রাহকদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার অধিকারকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। এ ছাড়াও এক এক দেশে কল রেকর্ড করার আলাদা নিয়ম। তাই সার্বিক ভাবেই এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
Google call recording ban: গুগল কেন কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করছে ?
বেশ কয়েক বছর ধরেই কল রেকর্ডিং অ্যাপ বন্ধ করার উদ্যোগ নিচ্ছিল এই কুপারচিনো টেক জায়ান্ট। কোম্পানির মতে, কল রেকর্ডিং আসলে ব্যবহারকারীদের গোপনীয়তায় আক্রমণ। একই কারণে কোম্পানি তার নিজস্ব ডায়ালার অ্যাপে "এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে" বলে সতর্কতা দিয়ে থাকে। রেকর্ডিং শুরু হওয়ার আগে যার ফলে উভয় ব্যক্তির কাছেই সতর্কতা সম্পর্কে বার্তা পৌঁছে যায়।