Success Story: ফুসফুসে কঠিন ব্যাধি, শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও 'নিট'-এ প্রথম দিব্যাংশ- কেমন ছিল প্রস্তুতি ?
NEET UG Topper: আশ্চর্যের বিষয় এই বছর সারা দেশের মধ্যে প্রথম স্থানে আছেন মোট ৬৭ জন। হরিয়ানার দিব্যাংশ (Divyansh) এই ৬৭ জনের মধ্যে অন্যতম একজন। ফুসফুসের সমস্যাকে হেলায় হারিয়ে নিট যুদ্ধে জয়ী তিনি।
NEET UG Results 2024: নিট ইউজি ২০২৪-এর ফলাফল প্রকাশ পেয়েছে গত মঙ্গলবার। অন্যান্যবারের মত এবারেও বেশ কিছু পরীক্ষার্থী ব্যতিক্রমী প্রয়াসে নম্বরের রেকর্ড ভেঙে দিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় এই বছর সারা দেশের মধ্যে প্রথম স্থানে আছেন মোট ৬৭ জন। হরিয়ানার দিব্যাংশ (Divyansh) এই ৬৭ জনের মধ্যে অন্যতম একজন। শরীরের কঠিন ব্যাধিকে হেলায় উপেক্ষা করে তিনি নিট ইউজির (NEET UG Toppers) প্রস্তুতি নিয়েছেন এবং কঠিন ব্যাধিকে হারিয়ে নিট যুদ্ধে (NEET UG 2024) জিতে গিয়েছেন। দেশের মধ্যে প্রথম হয়েছেন হরিয়ানার দিব্যাংশ। তাঁর সফলতার আড়ালের কাহিনি জানেন ?
চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিতে
হরিয়ানার দিব্যাংশ নিউমোথোরাক্স নামের এক জটিল ফুসফুসের রোগের আক্রান্ত। কিন্তু তা সত্ত্বেও তাঁর কঠিন পরিশ্রম এবং নিষ্ঠায় বিন্দুমাত্র কমতি দেখা যায়নি। নিট ইউজি ২০২৪-এ সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং দিব্যাংশের (Divyansh) কাছে তিনি একজন আদর্শ, তিনি অনুপ্রেরণা। প্রাথমিকভাবে দিব্যাংশও চাইতেন বাবার মত সেনাবাহিনীতে যোগ দিতে, সেই জন্য এনডিএ পরীক্ষার প্রস্তুতি নিতেও শুরু করেছিলেন। কিন্তু তাঁর এই ইচ্ছের কথা বাবাকে জানালে তাঁর বাবা দিব্যাংশকে অনুপ্রাণিত করেন ডাক্তার হওয়ার জন্য। সমাজসেবার কাজে নিয়োজিত হতে অনুপ্রাণিত করেন তিনি।
ছোটবেলা থেকেই মেধাবী দিব্যাংশ
২০২৩ সালের জুলাই মাসে কোটাতে পৌঁছানোর পর জানা যায় দিব্যাংশের শ্বাসের সমস্যা হচ্ছে এবং ডাক্তারি পরীক্ষায় দেখা যায় তিনি নিউমোথোরাক্স নামক কঠিন একটি ব্যাধিতে আক্রান্ত। এতে তাঁর একটি ফুসফুস ফেটে গিয়েছিল এবং অন্য একটি থেকেই কেবল তিনি শ্বাস নিচ্ছিলেন। এক সপ্তাহ যাবত হাসপাতালেই ভর্তি ছিলেন দিব্যাংশ। কোটাতে যে প্রতিষ্ঠানে ডাক্তারির প্রস্তুতি নিচ্ছিলেন দিব্যাংশ, সেখানকার শিক্ষকরা প্রায়ই হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যেতেন।
সেই প্রতিষ্ঠানেই শর্ট টেস্টে (NEET UG Toppers) ৭২০-র মধ্যে ৬৮৬ নম্বর পান দিব্যাংশ। আর এই পরীক্ষার পরেই শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে দিব্যাংশের। তাঁর বাবা তাঁকে চন্ডীগড়ের সেনা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য, কিন্তু সেখানেও কোনও সুরাহা মেলেনি। পরে দু-সপ্তাহের জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়।
সাহায্য করেছেন শিক্ষকরাও
তিন মাস ধরে চিকিৎসাধীন থাকার পর যখন ফের কোটায় যান দিব্যাংশ, সেখানে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহ শয্যাশায়ী থাকেন। অনেক সময় পেরিয়ে গিয়েছিল, অনেকটাই পিছিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু শিক্ষকরা তাঁর পাশে ছিলেন। দিব্যাংশ জানিয়েছেন যে তাঁর সহপাঠী ছাত্র-ছাত্রীরা সিলেবাসের দিক থেকে অনেক এগিয়ে ছিলেন এবং ধীরে ধীরে তিনি নিজের দিকে মনোনিবেশ করেছেন। শিক্ষকদের কথা মেনে চলেই আজ সফল নিট উত্তীর্ণ, বলা দরকার নিট-এ প্রথম হিসেবে উত্তীর্ণ হরিয়ানার দিব্যাংশ।
আরও পড়ুন: NEET Examination: ডাক্তারির অভিন্ন প্রবেশিকা নিটে, এবার পুরো নম্বর পেয়ে, প্রথম স্থানে ৬৭ জন
Education Loan Information:
Calculate Education Loan EMI