Success Story: চরম অবসাদে ছাড়তে হয় প্রতিরক্ষা বিভাগের চাকরি, ঘুরে দাঁড়িয়েছেন- লড়াই করে আজ সফল IAS মনুজ
UPSC Success Story: উত্তরপ্রদেশের মনুজ একসময় চরম অবসাদে ভুগেছেন। ছেড়েও দিয়েছিলেন সরকারি চাকরি। কিন্তু ফের জীবনের মূলস্রোতে এসে নিজেকে উদ্দীপিত করে লড়াই করেই সাফল্য ছিনিয়ে নিয়েছেন তিনি।
IAS Manuj Jindal: ভারতের সবথেকে কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হল ইউপিএসসি পরীক্ষা। সিভিল সার্ভিস পাশ করে বড় মাপের আইএএস, আইপিএস হতে কে না চায়, এজন্য প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেন। তাঁর মধ্যে হাজার খানেক পরীক্ষার্থীই (Success Story) পাশ করতে পারেন। জীবনের সমস্ত বাধা কাটিয়ে প্রতিকূলতাকে পাশে রেখে ইউপিএসসি জয় করে আজ সফল আইএএস হয়েছেন মনুজ জিন্দাল (IAS Manuj Jindal Success Story)। উত্তরপ্রদেশের মনুজ একসময় চরম অবসাদে ভুগেছেন। ছেড়েও দিয়েছিলেন সরকারি চাকরি। কিন্তু ফের জীবনের মূলস্রোতে এসে নিজেকে উদ্দীপিত করে লড়াই করেই সাফল্য ছিনিয়ে নিয়েছেন তিনি। কীভাবে অবসাদ কাটিয়েও ইউপিএসসির প্রস্তুতি নিয়েছিলেন মনুজ ?
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জন্ম ও বড় হয়ে ওঠা মনুজের। গ্রামের স্কুলেই প্রাথমিক শিক্ষা লাভ করেন মনুজ। তারপর উচ্চশিক্ষার জন্য তিনি চলে যান দেরাদুনে। ২০০৫ সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর মনুজ জিন্দাল ১৮ বছর বয়সে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং এনডিএতে কাজ করতে শুরু করেন। প্রথম বছর বেশ ভাল পারফরম্যান্স ছিল মনুজের। কিন্তু দ্বিতীয় বছরে চরম অবসাদ গ্রাস করে তাঁকে। তাঁর অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে অ্যাকাডেমি থেকে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।
পরে একটি সাক্ষাৎকারে মনুজ জিন্দাল (IAS Manuj Jindal Success Story) জানিয়েছিলেন যে, তাঁর বাবা-মা কিছুতেই মানতে পারছিলেন না যে এই অবসাদের সমস্যা এত গুরুতর হতে পারে। তাঁরা ভেবেছিলেন যে নতুন পরিবেশে গিয়ে হয়ত মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাঁর। আরও কিছুটা সময় লাগবে মনুজের হয়ত। কিন্তু অবসাদের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে এনডি-র কর্মকর্তারা মনুজকে হাসপাতালে ভর্তি করেন। ৩-৪ মাস ধরে চিকিৎসা চলেছিল জিন্দালের। কিন্তু বাধ্য হয়ে অ্যাকাডেমি থেকে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।
এনডিএ থেকে গ্রামে ফেরার পর তাঁর অবস্থা ধীরে ধীরে উন্নত হতে থাকে। অবসাদের সঙ্গে চলেছিল দীর্ঘ লড়াই। কিন্তু জিন্দাল ভেবেছিলেন যে তিনি আরও পড়বেন। ভারত ছাড়াও বিদেশের বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করতে পারেন জিন্দাল, এমন পরামর্শও দিয়েছিল বন্ধুরা। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান মনুজ জিন্দাল।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পরে বার্কলেসে চাকরি পান জিন্দাল (IAS Manuj Jindal Success Story)। দারুণ বেতনে কাজ করছিলেন তিনি। বেশ কিছু বছর পর যখন তিনি দেশে ফেরেন, তখন দেখেন যে তাঁর ভাই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আর ভাইকে দেখেই তিনিও শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি। ২০১৪ সালে প্রথমবার মনুজ জিন্দাল ইউপিএসসির পরীক্ষা দেন আর প্রথম প্রয়াসেই মেইনসে উত্তীর্ণ হন। কিন্তু ইন্টারভিউর জন্য নির্বাচিত হননি তিনি। তারপর আবার পরীক্ষা দিয়ে ইন্টারভিউ স্তর পর্যন্ত যেতে পেরেছিলেন মনুজ জিন্দাল। ২০১৭ সালে তৃতীয়বারের চেষ্টায় সফল হন মনুজ এবং সারা দেশের মধ্যে তাঁর র্যাঙ্ক হয় ৫৩। বর্তমানে তিনি এখন মহারাষ্ট্র ক্যাডারে একজন সফল IAS অফিসার।
Education Loan Information:
Calculate Education Loan EMI