Madhyamik Result 2021 Live Updates: মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন মুখ্যমন্ত্রীর , wb10.abplive.com-এ রেজাল্ট
আমাদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে।
LIVE
Background
কলকাতা: করোনা আবহের মধ্যেই আজ মাধ্যমিকের (Madhyamik Results 2021) ফলপ্রকাশ। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়ণের ভিত্তিতে এবারে ফল প্রকাশ করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আজ সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। সকাল ১০টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে (wbbse.wb.gov.in)। এবছরে আমাদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর (Madhyamik Registration Number) ও ডেট অফ বার্থ দিলেও জানা যাবে মাধ্যমিকের ফলাফল।
করোনা আবহের (covid19) জেরে এবার মাধমিক বাতিল হয়েছিল। তাই স্বাভাবিকভাবে কোনও ছাত্রছাত্রী অ্যাডমিট (Madhyamik Admit Card) হাতে পায়নি। রোল নম্বর কেউ জানে না। তাই রেজিস্ট্রেশন ও জন্মতারিখ দিয়েই এবারে নম্বর জানতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের প্রথমে wb10.abplive.com-এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এরপর ১০ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপর দিতে হবে ডেট অফ বার্থ।
অন্যদিকে, ২২শে জুলাই, অর্থাত্, বৃহস্পতিবার, দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এক্ষেত্রেও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে (wbbse.wb.gov.in) ফল দেখা যাবে। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন, অর্থাত্, আগামী ২৩ জুলাই, স্কুল থেকে মিলবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। সেদিনই মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে।
এবছর, মাধ্যমিক (WBBSE) ও উচ্চমাধ্যমিকে (WBCHSE) মেধাতালিকা পরম্পরায় ছেদ পড়ছে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যেহেতু কোনও পরীক্ষাই হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে না।
Madhyamik Result 2021 Live: এতজন ফার্স্ট হলে খাতিরটাই চলে যাবে, মত বিজ্ঞানী বিকাশ সিংহের
এতজন ফার্স্ট হলে খাতিরটাই চলে যাবে, তফাতটা তো ধরে রাখা দরকার, এরা তো ভবিষ্যতে গিয়ে মার খাবে, আগে আমাদের সময় ফার্স্ট খুব কম ছিল, ৬০৭ পেয়েছে, ওকে ৭০০ দিয়ে দিতে পারত, এত ফার্স্টের মানে কী, এই গণতন্ত্র শিক্ষায় চলে না
Madhyamik Result Live Updates: অতিমারী যেমন আনপ্রেসিডেন্টেড, রেজাল্টও তাই, বললেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি
অতিমারী যেমন আনপ্রেসিডেন্টেড, রেজাল্টও তাই, এরমধ্যে অস্বাভাবিক কিছু দেখছি না, পরীক্ষা দেওয়ার কোনও উপায় ছিল না, এত ছাত্রছাত্রীর দায় সরকারের উপরই আসবে এবং তা সরকারকেই করতে হবে। প্রতিক্রিয়া শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির।
Madhyamik Result 2021 Live: ২৫০ জনের নম্বর ৭০০ পাঠিয়েছিল সংশ্লিষ্ট স্কুল
স্কুলের পাঠানো নম্বর বহুক্ষেত্রে খতিয়ে দেখা হয়েছে। একটা সময়ে স্কুলের পাঠানো নম্বরে ৭০০-র মধ্যে ৭০০ পেয়েছিল প্রায় ২৫০ জন পরীক্ষার্থী। পর্ষদের হস্তক্ষেপে যাচাইয়ের পর, সর্বোচ্চ নম্বর নেমে দাঁড়ায় ৬৯৭।
Madhyamik Result Live Updates: অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী
এবার অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী। বাংলা, ইংরেজির মতো বিষয়ে ৯০ শতাংশর উপর নম্বর পেয়েছে ৭৮ হাজার ৩৭৬ এবং ৬৬ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী।
Madhyamik Result 2021 Live: সাড়ে ন’লক্ষ ছাত্র-ছাত্রী ৬০ শতাংশর বেশি নম্বর পেয়েছে
এবার অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী। প্রায় সাড়ে ন’লক্ষ ছাত্র-ছাত্রী ৬০ শতাংশর বেশি নম্বর পেয়েছে।