Madhyamik Result 2021 Live Updates: মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন মুখ্যমন্ত্রীর , wb10.abplive.com-এ রেজাল্ট
আমাদের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে।
LIVE

Background
Madhyamik Result 2021 Live: এতজন ফার্স্ট হলে খাতিরটাই চলে যাবে, মত বিজ্ঞানী বিকাশ সিংহের
এতজন ফার্স্ট হলে খাতিরটাই চলে যাবে, তফাতটা তো ধরে রাখা দরকার, এরা তো ভবিষ্যতে গিয়ে মার খাবে, আগে আমাদের সময় ফার্স্ট খুব কম ছিল, ৬০৭ পেয়েছে, ওকে ৭০০ দিয়ে দিতে পারত, এত ফার্স্টের মানে কী, এই গণতন্ত্র শিক্ষায় চলে না
Madhyamik Result Live Updates: অতিমারী যেমন আনপ্রেসিডেন্টেড, রেজাল্টও তাই, বললেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি
অতিমারী যেমন আনপ্রেসিডেন্টেড, রেজাল্টও তাই, এরমধ্যে অস্বাভাবিক কিছু দেখছি না, পরীক্ষা দেওয়ার কোনও উপায় ছিল না, এত ছাত্রছাত্রীর দায় সরকারের উপরই আসবে এবং তা সরকারকেই করতে হবে। প্রতিক্রিয়া শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ির।
Madhyamik Result 2021 Live: ২৫০ জনের নম্বর ৭০০ পাঠিয়েছিল সংশ্লিষ্ট স্কুল
স্কুলের পাঠানো নম্বর বহুক্ষেত্রে খতিয়ে দেখা হয়েছে। একটা সময়ে স্কুলের পাঠানো নম্বরে ৭০০-র মধ্যে ৭০০ পেয়েছিল প্রায় ২৫০ জন পরীক্ষার্থী। পর্ষদের হস্তক্ষেপে যাচাইয়ের পর, সর্বোচ্চ নম্বর নেমে দাঁড়ায় ৬৯৭।
Madhyamik Result Live Updates: অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী
এবার অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী। বাংলা, ইংরেজির মতো বিষয়ে ৯০ শতাংশর উপর নম্বর পেয়েছে ৭৮ হাজার ৩৭৬ এবং ৬৬ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী।
Madhyamik Result 2021 Live: সাড়ে ন’লক্ষ ছাত্র-ছাত্রী ৬০ শতাংশর বেশি নম্বর পেয়েছে
এবার অতিমারীর মাধ্যমিকের ফলাফল কার্যত ব্যতিক্রমী। প্রায় সাড়ে ন’লক্ষ ছাত্র-ছাত্রী ৬০ শতাংশর বেশি নম্বর পেয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
