(Source: ECI/ABP News/ABP Majha)
WBCHSE WB HS Results 2024 LIVE: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৫৮ জন
Uchcha Madhyamik Result: জীবনের এই বড় পরীক্ষায়, পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।
LIVE
Background
আজ প্রকাশিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস, দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ,ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। শুধু রোল নম্বর দিয়ে ক্লিক করতে হবে সার্চ বাটনে।
HS Result LIVE Updates: উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় প্রথম হতদরিদ্র পরিবারের জ্যোৎস্না কিস্কু চান আগামীতে শিক্ষিকা হতে
উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় প্রথম হতদরিদ্র পরিবারের জ্যোৎস্না কিস্কু চান আগামীতে শিক্ষিকা হতে। বাবা দরিদ্র ক্ষেতমজুর। মা ও ক্ষেতমজুর। প্রতিদিন কাজ মেলেনা। কাজ না মিললে অভাবের সংসারে দেখা দেয় খাদ্যাভাব। এমন পরিবারের মেয়ের নামই এবার উঠে এল রাজ্যের মেধা তালিকায়। সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিকে সকলকে চমকে এবার একেবারে প্রথমে উঠে এসেছে জ্যোৎস্না কিস্কুর নাম। প্রাপ্ত নম্বর ৪৮৬ ।
HS Result LIVE Updates: এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু করা হয়েছে
এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু করা হয়েছে। ১০ তারিখ মার্কশিট বিলি করা হবে। পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে ১০-১৩ মে-র মধ্যে। আবেদন পেলে ৭ দিনের মধ্যে রিভাইজ রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
HS Result LIVE Updates: ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নীচে
৯০ শতাংশ পরীক্ষার্থী পাস করলেও প্রায় ৬০ শতাংশের প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের নীচে। কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো? ফল ঘোষণার দিন থেকেই ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। যদিও আশ্বাস দিয়েছেন, সংসদ সভাপতি।
HS Result LIVE Updates: কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো?
রাজ্যের উচ্চমাধ্যমিকে কম সংখ্যক ছাত্র-ছাত্রী বেশি নম্বর পাওয়ায় কলেজে ভর্তির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না তো? উচ্চ শিক্ষায় তৈরি হবে না তো কোনও সঙ্কট? দানা বাঁধছে আশঙ্কা।
HS Result LIVE Updates: উচ্চ মাধ্যমিকে মিশনের দাপট
এ বছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় দাপট দেখিয়েছে মিশন পরিচালিত স্কুলগুলি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে দ্বিতীয়, ষষ্ঠ, নবম ও দশম স্থানে রয়েছেন ৬ জন। মিশন পরিচালিত অন্য স্কুলগুলিও ভাল ফল করেছে।