West Bengal PSC Jobs: রাজ্যে অডিট ও অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগ শুরু, আবেদনের শেষ তারিখ জানেন ?
WBPSC Jobs : রাজ্যে অডিট ও অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে WBPSC। উপযুক্ত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের WBPSC-র অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র জমা দিতে হবে।
WBPSC Jobs : রাজ্যে অডিট ও অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে West Bengal Public Service Commission (WBPSC)। উপযুক্ত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের WBPSC-র অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র জমা দিতে পারেন। নিচে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে।
West Bengal Audit and Accounts Service Recruitment Examination: সব মিলিয়ে ৬৩ জনকে নিয়োগ করবে কর্তৃপক্ষ। তবে মোট খালি পদ রয়েছে ৩৬টি।
WEST BENGAL AUDIT AND ACCOUNTS SERVICE
Total Vacancies – 36 Nos.
West Bengal PSC Jobs: শিক্ষাগত যোগ্যতা
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অথবা "ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া"-র সদস্য বা "ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া"-র সদস্য হতে হবে চাকরিপ্রার্থীকে। এ ছাড়াও MBA/PGDM (FINANCE)-উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি 'অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত দুই বছরের পূর্ণ-সময়ের নিয়মিত কোর্সের অধীনে ফিনান্সে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
দ্রষ্টব্য: বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা থাকতে হবে আবেদনকারীর। তবে যাদের মাতৃভাষা নেপালি সেই প্রার্থীদের জন্য এই বিষয়টি প্রয়োজনীয় নয়।
WBPSC Jobs 2022: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স 36 বছরের বেশি হলে হবে না। তবে SC/ST-দের জন্য 05 বছর, OBC-এর জন্য 03 বছর ও PWD বিভাগের জন্য 10 বছরের বয়সের ছাড় রয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের West Bengal Public Service Commission-এর সরকারি ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
West Bengal PSC Jobs: প্রার্থী বাছাই
West Bengal Audit and Accounts Service Recruitment Examination পরীক্ষা দুটি ধারাবাহিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। যেমন (i) Preliminary Examination (Objective Multiple Choice Question) (ii) Main Examination (Conventional Type) শেষ হবে Personality Test
প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের মেন পরীক্ষায় ভর্তির অনুমতি দেওয়া হবে। যারা প্রধান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হবেন তাদের পার্সোলিটি টেস্টে উপস্থিত হওয়ার জন্য ডাকা হবে।প্রিলিমিনারি পরীক্ষা কলকাতা ও দার্জিলিং কেন্দ্রে 2022 সালের মে মাসে বা তার কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে - https://wbpsc.gov.in
WBPSC Jobs 2022: কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন - https://wbpsc.gov.in (07/02/2022 তারিখ থেকে 27/02/2022) আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI