এক্সপ্লোর
Advertisement
সুলতানপুরে আচমকা মুখোমুখি প্রিয়ঙ্কা ও মানেকা গাঁধী
গত বৃহস্পতিবার সন্ধেয় সুলতানপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সঞ্জয় সিনের হয়ে একটি রোড শো করছিলেন প্রিয়ঙ্কা। আর সেই সময় বিপরীত দিক থেকে আসা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মানেকা গাঁধীর কনভয় যানজটে আটকে যায়।
সুলতানপুর: এমন মুহূর্তটা যে আসবে, এমন তাঁদের দুজনের কারুরই সম্ভবত প্রত্যাশা ছিল না। আর যখন এল, তখন প্রত্যাশিতভাবেই তাঁদের একজন মুখ ঘুরিয়ে থাকলেন। তাঁদের একজন হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। অন্যজন প্রিয়ঙ্কারই কাকিমা মানেকা গাঁধী।
গত বৃহস্পতিবার সন্ধেয় সুলতানপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সঞ্জয় সিনের হয়ে একটি রোড শো করছিলেন প্রিয়ঙ্কা। আর সেই সময় বিপরীত দিক থেকে আসা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মানেকা গাঁধীর কনভয় যানজটে আটকে যায়।
সেই সময় মানেকা অন্যদিকে তাকিয়ে থাকেন। আর প্রিয়ঙ্কা হাত নাড়েন।দর্শকরা বলছেন, ভিড়কে উদ্দেশ্য করেই হাত নাড়ান প্রিয়ঙ্কা। যদিও কংগ্রেসের দাবি, কাকিমার দিকেই হাত নাড়ান প্রিয়ঙ্কা।
কয়েক মিনিটের মধ্যেই পুলিশ যানজট সরিয়ে দিলে মানেকার কনভয় ঘটনাস্থল অতিক্রম করে যায়।
পরে তাঁর কেন্দ্রে প্রিয়ঙ্কার উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দিতে অস্বীকার করেছেন মানেকা।
যদিও প্রিয়ঙ্কা বলেছেন, দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেছেন তিনি, কারুর বিরুদ্ধে নয়।
মানেকা ও তাঁর ছেলে বরুণ গাঁধীর বিরুদ্ধে প্রচার এড়িয়ে গিয়েছেন রাহুল গাঁধী, সনিয়া গাঁধীরা। ২০১৪-র লোকসভা নির্বাচনে সুলতানপুরে প্রার্থী হয়েছিলেন বরুণ। সেবার সুলতানপুরে দলের কর্মীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন প্রিয়ঙ্কা। সেই বৈঠকের ভিডিও পরে ভাইরাল হয়ে গিয়েছিল।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement