LokSabha Election 2024: 'বিজেপির হাত শক্তিশালী করবে বলে...', ভিডিওর অংশ তুলে অধীরকে নিশানা অভিষেকের
TMC: নির্বাচনী প্রচার সভা থেকে অধীরকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
কলকাতা : তৃতীয় দফার ভোটের আগে আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে রাজনীতির পারদ। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বক্তৃতার অংশ পোস্ট করে সোশ্য়াল মিডিয়ায় তীব্র আক্রমণ শানাল তৃণমূল। নির্বাচনী প্রচার সভা থেকে অধীরকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
তৃতীয় দফায় ভোট রয়েছে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদের দু'টি লোকসভা কেন্দ্রে। চতুর্থ দফায় ভোট অধীর চৌধুরীর নিজের কেন্দ্র বহরমপুরে। তার আগে বহরমপুরের পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীরের বক্তব্য়ের একটি অংশ সোশাল মিডিয়ায় পোস্ট করে, ফের তাঁর সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগে সরব হল তৃণমূল। অধীর চৌধুরী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন বকুলের সমর্থনে সভা করছিলেন। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর একটা সময় বলেন, "তৃণমূলকে ভোট দেওয়া মানেই, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে দিন আপনারা। তৃণমূলকে ভোট দেওয়া মানেই, তার থেকে অনেক ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া।"
বুধবার সোশাল মিডিয়ায় অধীর চৌধুরীর এই বক্তব্য়ের এই অংশ পোস্ট করে, তৃণমূলের তরফে লেখা হয়, বাংলায় বিজেপির চোখ-কান হিসেবে কাজ করার পর, এবার অধীর চৌধুরী বাংলায় বিজেপির কণ্ঠস্বরও হয়ে উঠছেন।
After acting as eyes & ears of @BJP4India in Bengal, @adhirrcinc has now been promoted to be the voice of the BJP in Bengal.
— All India Trinamool Congress (@AITCofficial) May 1, 2024
Listen to how the B-Team member is openly asking people to vote for the BJP – a party that REFUSED to release Bengal's rightful due & deprived our people… pic.twitter.com/yVJg7EU7KR
শুধু তা-ই নয়, এনিয়ে নির্বাচনী সভা থেকেও সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমরা সকলে চেয়েছিলাম I.N.D.I.A জোট বাংলায় হোক। কিন্তু কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই জোটকে বাংলায় বাস্তবায়িত হতে দেননি। বিজেপির হাত শক্তিশালী করবেন বলে। সেই অধীর চৌধুরী গতকাল জঙ্গিপুরে সভা করতে এসে কংগ্রেস প্রার্থীর পক্ষে সভা করতে এসে বক্তব্য় রাখতে গিয়ে বলেছেন, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভাল। কে বলেছে? বিজেপির কোনও নেতা বলেনি। বলেছে অধীর চৌধুরী।"
এরপর তিনি অধীর চৌধুরীর বক্তব্যের অংশ মঞ্চ থেকে মোবাইলে বাজিয়ে শোনানও। পরে অভিষেক বলেন, "কাল অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন। একটা বাক্যও ব্যয় করেননি অধীরবাবুর বিরুদ্ধে । তার কারণ, চোরে চোরে মাসতুতো ভাই। "
যদিও তৃণমূলের তরফে অধীর চৌধুরীর বক্তব্য়ের যে অংশটি পোস্ট করা হয়েছে, তার আগে পরেও বেশ কিছু কথা বলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। অধীর বলেন, "এবার ৪০০ পার, এখন আর মোদির সেই বাতেলা নেই। সমীক্ষা বলছে, এই মুহূর্তে মোদির হাত থেকে ১০০ আসন বেরিয়ে গেছে। আরও সিট কমার দিকে চলেছে। তাই ভুল করবেন না। কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না জেতে ভারতে ধর্মের ওপর আঘাত হবে। তৃণমূলকে ভোট দেওয়া মানেই, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে দিন আপনারা। তৃণমূলকে ভোট দেওয়া মানেই, তার থেকে অনেক ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বক্ষণের সারাবছরের সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবেন। আপনারা তাই বকুলকে সমর্থন করুন। শীত, গ্রীষ্ণ, বর্ষা...বকুল হবে আপনাদের ভরসা। বকুলকে ভরসা করে, তাঁকে সমর্থন করুন। তাঁকে দোয়া দিন, আশীর্বাদ করুন। এখানকার গুরুজনদের কাছে এই আবেদন করছি।"
এ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "ভিডিও দেখিনি। উনি কী সম্পর্কে উনি বলেছেন, তাও জানি না। তবে, একটা ব্য়াপার স্পষ্ট করে দিতে চাই, কংগ্রেস পার্টির একটাই উদ্দেশ্য়, বিজেপিকে হঠানো, বেশিমাত্রায় হারানো। এটাই উদ্দেশ্য়।"
আরও পড়ুন ; বিজেপিকে ভোট দেওয়ার আবেদন অধীরের ? কী উঠে এল অনুসন্ধানে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।