ABP Cvoter Opinion Poll: 'মোদির গ্যারান্টি' না 'মমতার গ্যারান্টি'-লোকসভা ভোটে কাকে ভরসা? কী বলছে সি ভোটারের সমীক্ষা?
WB Lok Sabha Election Opinion Poll: লোকসভা ভোটে কোন গ্যারান্টিতে ভরসা রাখতে চলেছে বঙ্গবাসী?
কলকাতা: বাংলায় ভোটের (Lok Sabha Election) প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও নরেন্দ্র মোদি (Narendra Modi) ২ জনেরই হাতিয়ার 'গ্যারান্টি'। প্রধানমন্ত্রী যখন মোদির গ্যারান্টির কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারান্টির কথা। অবশ্য ব্রিগেডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডাক দিয়েছিলেন যে বাংলার মানুষ কোন গ্যারান্টিতে বিশ্বাস করেন? মোদি না দিদির?
লোকসভা ভোটের প্রাক্কালে সি ভোটারের সমীক্ষায় উঠে এল সেই প্রশ্ন।
'মোদির গ্যারান্টি' না 'মমতার গ্যারান্টি'-লোকসভা ভোটে কার উপর মানুষ বেশি ভরসা করবে?
সি ভোটারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ৪২ শতাংশ মনে করছেন মোদির গ্যারান্টির উপর মানুষ বেশি করবে। ৩৫ শতাংশ মনে করছেন মমতার গ্যারান্টির উপর ভরসা করবে বঙ্গবাসী। ১৪ শতাংশ মনে করছে কারও গ্যারান্টি বিশ্বাসযোগ্য নয়। ৯ শতাংশ মানুষ বলতে পারব না, জানিয়েছেন এমনটাই।
যদিও মোদির গ্যারান্টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদির গ্যারান্টি তো নোটবন্দি, ওঁর গ্যারান্টি মানে তো সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স। মোদির গ্যারান্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা। মোদির গ্যারান্টি মানে ১০০ দিনের কাজের টাকা না দেওয়া।
তবে সোমবার এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মোদি বলেন, 'কোনও কথা বললে তার দায়িত্ব নিতে হবে। তাই বলছি গ্যারান্টির কথা। বলেছিলাম ৩৭০ রদ করব। করেছি, এখন জম্মু-কাশ্মীরের ভাগ্য বদলে গেছে। তালাকের ক্ষেত্রেরও যা বলেছিলাম তাই করেছি। নেতারা যে প্রতিশ্রুতি দেন, সেটা পূরণ করা উচিত। আমি সেই গ্যারান্টি দিতে চাই।
সি ভোটারের সমীক্ষায় ভোটের ফলাফলে আর কী কী ফ্যাক্টর হতে পারে সে প্রশ্নও রাখা হয়েছিল। দেখে নেওয়া যাক এক নজরে-
রাম মন্দিরের উদ্বোধনের ফলে কি বাংলায় লোকসভা ভোটে বিজেপির বাড়তি সুবিধা হবে?
সি ভোটারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ৪৮ শতাংশ মানুষ মনে করছেন লোকসভা ভোটে রাম মন্দিরের উদ্বোধন বিজেপিকে বাড়তি সুবিধা দেবে। ৪৩ শতাংশ মনে করছেন রাম মন্দিরকে ইস্যু করে বিজেপি বাড়তি সুবিধা পাবে না। ৯ শতাংশ উত্তর দিতে পারেননি।
ভোটের আগে তেল-গ্যাসের দাম কমিয়ে বিজেপি কি ভোটে ফায়দা তুলতে পারবে?
লোকসভা নির্বাচনের আগে তেল ও গ্যাসের দাম কমিয়েছে মোদি সরকার। সেই প্রভাব কি ভোট বাক্সে পড়বে? সি ভোটারের সমীক্ষায় ৪২ শতাংশ জানিয়েছে প্রভাব পড়তে পারে। ৪৫ শতাংশ বলেছেন বিজেপি এভাবে ভোটে ফায়দা তুলতে পারবে না, ১৩ শতাংশ বলতে পারবে না, এমনটাই জানিয়েছে।
দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চান?
এই প্রশ্নের উত্তর নির্বাচনী ফলাফলে জানা যাবে তা অবশ্যম্ভাবী। তবে সি ভোটারের সমীক্ষায় কোন নেতা এগিয়ে? রিপোর্ট অনুযায়ী, ৫২ শতাংশ চাইছেন দিল্লির মসনদে ফিরুন নরেন্দ্র মোদি, ১৯ শতাংশ চাইছেন রাহুল গাঁধীকে, ১৮ শতাংশ দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, ২ শতাংশ চাইছেন অরবিন্দ কেজরিওয়ালকে, ৩ শতাংশ এঁদের মধ্যে কারওকেই চাইছেন না, ৬ শতাংশ উত্তর দিতে পারেননি।
ডিসক্লেমার : সি ভোটারের সমীক্ষা সম্পূর্ণ রূপে সঠিক প্রমাণিত হয়, কখনও আংশিক আবার কখনও আসল ফলের ঠিক উল্টোটাও হয়। তাই এই সমীক্ষায় ফল যাই হোক না কেন তাকে ধ্রুবসত্য মনে করার কোনও কারণ নেই। সি ভোটারের এই সমীক্ষার সঙ্গে সম্পাদকীয় নীতির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া তথ্যগুলো পাঠকদের সামনে তুলে ধরি মাত্র।