ABP Cvoter Opinion Poll : রাম মন্দিরের উদ্বোধন BJPকে ভোটে বাড়তি ডিভিডেন্ড দেবে? কী বলছে C voter সমীক্ষা?
Ram Mandir Inauguration Effect On BJP Result : রাম মন্দিরের উদ্বোধন বিজেপিকে লোকসভা ভোটে বাড়তি ডিভিডেন্ড দেবে? রাম মন্দিরের উদ্বোধনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের জেরে লোকসভা ভোটে কংগ্রেসের ক্ষতি হবে?
কলকাতা : ২০১৯-এর লোকসভা ভোটে প্রভাব ফেলেছিল সার্জিক্যাল স্ট্রাইক! পাকিস্তানে ঢুকে জঙ্গি নিধনের প্রভাবে এক ধাক্কায় ৩০০ আসনের গণ্ডি পেরিয়ে গেছিল বিজেপি। এবার ফের সামনে লোকসভা ভোট! তার আগেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। ২৪ এর মিশনে রাম মন্দির অন্যতম প্রধান ইস্যু হতে পারে বলে ভেবেছিল ওয়াকিবহাল মহল। হলও ঠিক তাই। বিজেপির প্রায় প্রতি নেতার প্রতি নির্বাচনী প্রচারে এল রামলালার অভিষেকের প্রসঙ্গ।
অনেকেই প্রশ্ন তুলছেন মন্দির পুরোপুরি তৈরি হওয়ার আগেই কেন তড়িঘড়ি তার উদ্বোধন করলেন মোদি? কী কারণে? কী উদ্দেশে? সেটা যে লোকসভা ভোটে রামভক্ত ভারতবাসীর আস্থা পেতে এ-কথা তো বলার অপেক্ষাই রাখে না।
তাহলে কি এবারের ভোটে বিজেপির পালে হাওয়া জোগাবে রাম মন্দির? ২০২৪ এর ভোটে কতটা ডিভিডেন্ড দেবে মন্দির উদ্বোধন ? কী বলছে জনমত সমীক্ষা ? CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে, ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা সমীক্ষা বলছে,
রাম মন্দিরের উদ্বোধন বিজেপিকে লোকসভা ভোটে বাড়তি ডিভিডেন্ড দেবে?
হ্যাঁ - বলছেন ৫৮ শতাংশ
না - বলছেন ৩১ শতাংশ
বলতে পারব না - বলছেন ১১ শতাংশ
এছাড়াও আরেকটি প্রশ্ন জোরদার হচ্ছে - রাম মন্দিরের উদ্বোধনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের জেরে লোকসভা ভোটে কংগ্রেসের ক্ষতি হবে?
হ্যাঁ - বলছেন ৪৪ শতাংশ
না - বলছেন ৪০ শতাংশ
বলতে পারব না - বলছেন ১৬ শতাংশ
অতএব বোঝাই যাচ্ছে, জনমত সমীক্ষা যদি মেলে, তাহলে এবারের ভোটে রাম মন্দিরের উদ্বোধনের সিদ্ধান্ত অনেকটাই ডিভিডেন্ড দেবে গেরুয়া শিবিরকে। 'ইস বার চারশো পার' স্লোগানকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির! রাম মন্দিরের উদ্বোধন কি বিজেপিকে এই ৪০০ র লক্ষ্যমাত্রায় এগিয়ে দিতে পারবে ? উত্তর দেবে সময় ।
(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)