![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mithun Chakraborty Health: রায়গঞ্জে শোয়ের পরই অসুস্থ মিঠুন, এখন কলকাতায়, কেমন আছেন?
মিঠুন নিজের অসুস্থতার কথা জানানোর সঙ্গে সঙ্গে রোড শো থামিয়ে দেওয়া হয় । দ্রুত তাঁকে নিয়ে আসা হয় নিকটবর্তী হেলিপ্যাডে । সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায় ।
![Mithun Chakraborty Health: রায়গঞ্জে শোয়ের পরই অসুস্থ মিঠুন, এখন কলকাতায়, কেমন আছেন? Actor Mithun Chakraborty health is not well, brought in kolkata for treatment Mithun Chakraborty Health: রায়গঞ্জে শোয়ের পরই অসুস্থ মিঠুন, এখন কলকাতায়, কেমন আছেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/09/1b275f40a1790589c644f6db9e920f0a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : অসুস্থ বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী । আজ রায়গঞ্জ রোড শো এর পর অসুস্থ বোধ করেন মিঠুন । সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক কর্মসূচি ছিল মিঠুন চক্রবর্তীর । মালদার হবিবপুরে তাঁর কর্মসূচি চলাকালীন তিনি অসুস্থ বোধ করেন। তারপরে তিনি নিজেই জানান , পরবর্তী কর্মসূচিতে তিনি অংশ নিতে পারবেন।
মিঠুনের কথা মতোই কর্মসূচি বাতিন করা হয়নি। এরপর তিনি চলে আসেন, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জ শহরে, ৬ কিলোমিটার রোড শো ছিল তাঁর। বিকেল সাড়ে চারটেয় রোড শো শুরু হয়ে কিছুদূর যাওয়ার পরই, তিনি জানান তাঁর শরীর বিশেষ ভালো লাগছে না ।
মিঠুন নিজের অসুস্থতার কথা জানানোর সঙ্গে সঙ্গে রোড শো থামিয়ে দেওয়া হয় । দ্রুত তাঁকে নিয়ে আসা হয় নিকটবর্তী হেলিপ্যাডে । সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় কলকাতায় ।
কলকাতায় চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয় । কিন্তু মিঠুন চক্রবর্তীর অসুস্থতা ঠিক কতটা, কী হয়েছে তাঁর, এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি । শুধু এটুকুই বলা হয়েছে তিনি কলকাতায় এসে পৌঁছেছেন । ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । কিন্তু দলগতভাবে মিঠুনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি ।
এই প্রথম নয়। ২০১৮ সাল থেকে বিভিন্ন সময় মিঠুনের শরীর স্বাস্থ্য নিয়ে নানা খবর প্রকাশ্যে আসে। বছর ২-৩ আগে মিঠুন একবার ভয়ানক পিঠের যন্ত্রণায় ভোগেন। গত বছর তাঁর পেটে ব্যথার কথাও একবার খবরে আসে। তবে ইদানিং বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নামার পর থেকেই বেশ সতেজ দেখাচ্ছিল 'মহাগুরু'কে। তিনি চুটিয়ে প্রচারের কাজেও অংশ নেন। রোড শো, জনসভা রীতিমত জমিয়ে দেন তাঁর বাকশৈলিতে। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, তার সঙ্গে তাঁর পপুলার ছবির সংলাপও বলেন তিনি মঞ্চে। দিন কয়েক আগে তিনি একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেন। এবিপি আনন্দ-র সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে সেই মন্তব্যের কড়া সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী।
এভাবে প্রচারের মাঝে অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মিঠুনের অনুরাগীরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)