Assemby Election Results 2024 LIVE: সিকিমে বড় জয়ের পথে ক্রান্তি মোর্চা, অরুণাচলে বিশাল ব্যবধানে এগিয়ে বিজেপি
Lok Sabha Elections 2024 Live Updates: বিরোধীদের ওপর হামলা, ভোটারের ওপর হামলা, ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট। শেষ দফার ভোটে সবকিছুই দেখা গেল বাংলায়
LIVE
Background
সিকিম, অরুণাচলে (Arunachal Pradesh) শুরু বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলাফলের কাউন্টিং। সিকিম, অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। বিজেপি (BJP) কি ক্ষমতা ধরে রাখবে? দুই রাজ্যে কে এগিয়ে থাকবে ভোটগণনার লাইভ আপডেটে দেখে নিন জয়ের হাসি হাসবে কোন দল?
২০১৯-এ অরুণাচলে বিজেপি এককভাবে জয়ী হয়েছিল ৪১টি আসনে। ২০১৯ সালে বিজেপি অরুণাচলে ৪১টি আসন পায় ৬০টির মধ্যে। এবারেও প্রেমা খাণ্ডুর সরকার জয়ের পথেই এগোচ্ছে বলে আভাস। এছাড়াও জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) একটি আসন জিতেছিল। জয়ী হয়েছিলেন দু'জন নির্দল প্রার্থীও।
অন্যদিকে সিকিমে গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল এনডিএ জোট। সিকিমে ২০১৯ সালে ১৭টি আসন পেয়ে সরকার গঠন করে সিকিম ক্রান্তিকারি মোর্চা। মুখ্যমন্ত্রী হন প্রেম সিং তামাং। ১৫টি আসন পায় এসডিএফ।
সিকিম ক্রান্তিকারি মোর্চার সঙ্গে এবারে মুখোমুখি লড়াই হচ্ছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (এসডিএফ)। তবে এবার সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাং নাকি পাঁচ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং এর দল, শেষ হাসি কে হাসবে সেদিকেই লক্ষ্য রাখছে জনতা।
Assemby Election Results 2024: অরুণাচলপ্রদেশে ৪৫টি আসনে জয়ের পথে বিজেপি
অরুণাচল প্রদেশে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৪৫টি আসনে এগিয়ে রয়েছে বা জয় ছিনিয়ে নিয়েছে। পাঁচটি আসনে এনপিপি, তিনটি আসনে এনসিপি ও ৬টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে।
Assemby Election Results: সিকিমে ফের ক্রান্তি মোর্চার সরকার
সিকিম ক্রান্তি মোর্টার সুপ্রিমো তথা সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ফের একবার মসনদে বসতে চলেছেন। ক্রান্তি মোর্চা এই মুহূর্তে ১৮টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে। এখনও ১৩টি সিটে তারা এগিয়ে রয়েছে। এখনও ভোট গণনা চলছে।
Assemby Election Results 2024: অরুণাচলে ৩১ আসনে জয় বিজেপির, ১৪ আসনে এগিয়ে
অরুণাচলের ৬০টি আসনের মধ্যে ৩১টি আসনে জয় ঘোষণা বিজেপির। ১৪টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।
Assemby Election Results: সিকিমে ৩১ আসনে এগিয়ে সিকিম ক্রান্তি মোর্চা
সিকিমে ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনেই সিকিম ক্রান্তি মোর্চা এগিয়ে। ১টি আসন এসডিএফের।
Assemby Election Results 2024: সরকার গঠনের পথে বিজেপি?
ম্য়াজিক ফিগার পেরিয়ে অরুণাচলে সরকার গঠন গড়তে চলেছে বিজেপি।